খেলা

আজ সামনে চেন্নাইয়ান, জয়ের খোঁজে মহমেডান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত দু’ম্যাচেই সংযোজিত সময়ের গোলে পয়েন্ট খুইয়েছে মহমেডান স্পোর্টিং। নর্থইস্টের বিরুদ্ধে হারের পর গোয়ার বিরুদ্ধে নিশ্চিত তিন পয়েন্ট মাঠে ফেলে আসেন কাসিমভরা। উভয় ক্ষেত্রেই ফুটবলারদের মনঃসংযোগের অভাবে ভুগতে হয়েছে সাদা-কালো ব্রিগেডকে।  বড় মঞ্চে অনভিজ্ঞতাও ফ্যাক্টর। যাবতীয় প্রতিকূলতা কাটিয়ে বৃহস্পতিবার আইএসএলে প্রথম অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ান এফসি’র বিরুদ্ধে জয় তুলে নিতে মরিয়া মহমেডান। বুধবার সকালে কলকাতায় প্রস্তুতি সেরে রাতে চেন্নাই পৌঁছল দল। অনুশীলনে রক্ষণ সংগঠনের পাশাপাশি পাসিং ফুটবলে জোর দেন কোচ চেরনিশভ। ব্রাজিলিয়ান ফুটবলার ফ্র্যাঙ্কা ম্যানেজমেন্টের বড় ভরসা। 
প্রথম ম্যাচে জয় না পেলেও মহমেডানের খেলা প্রশংসা কুড়িয়েছে। তবে রুশ কোচ চেরনিশভ জানেন, না জিতলে এই খেলা মূল্যহীন। তাঁর কথায়, ‘গোয়া ম্যাচে আমরা অনেক সুযোগ তৈরি করেছি। সেগুলো কাজে লাগাতে পারলে  অন্য ফল হতেই পারত। অতীত ভুলে সামনের দিকে এগিয়ে চলতে হবে। চেন্নাই যথেষ্ট শক্তিশালী দল। তবে আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামবো।’
ওড়িশার বিরুদ্ধে জয় দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করেছে চেন্নাই। ঘরের মাঠে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য কোচ আওয়েন কোয়েলের। তাঁর কথায়, ‘প্রথম ১০টি’র মধ্যে ৭টি অ্যাওয়ে খেলতে হবে। তাই ঘরের মাঠে পুরো পয়েন্ট তুলে নেওয়া আমাদের লক্ষ্য। মহমেডান কঠিন প্রতিপক্ষ। সুতরাং ওদের সমীহ করতেই হবে।’
(ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি স্পোর্টস ১৮ চ্যানেলে।)
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা