খেলা

রোহিতের আশ্বাসেই চাপমুক্ত আকাশ দীপ

কানপুর: যাত্রা সবে শুরু। খেলেছেন মাত্র দু’টি টেস্ট। তাতেই আশার আলো ছড়িয়েছেন আকাশদীপ। বাংলা দলের পেসারের প্রশংসা  প্রাক্তনদের মুখে। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে ছিলেন তরুণ তুর্কি। যশপ্রীত বুমরাহর মতো তারকার পাশে মানিয়ে নিতে কোনও সমস্যা হয়নি উদীয়মান পেসারের। চাপমুক্ত থেকে সেরা পারফরম্যান্স মেলে ধরার রহস্য সামনে এনেছেন তিনি। এর জন্য ক্যাপ্টেন রোহিত শর্মাকে সিংহভাগ কৃতিত্ব দিয়েছেন আকাশ। তাঁর কথায়, ‘টেস্ট দলে সুযোগ পাওয়ার পর বেশ টেনশনে ছিলাম। বুঝতে পারছিলাম না, সামনে কী অপেক্ষা করছে। তবে পুরো ধারণা বদলে গিয়েছিল ড্রেসিং-রুমে পা রাখার পর। সিনিয়ররা দারুণ সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছে। বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মার ভোকাল টনিক আমাকে অনেকটাই চাপমুক্ত করেছিল। বুঝতেই পারিনি, ঘরোয়া ক্রিকেটে খেলছি না আন্তর্জাতিক মঞ্চে।’
বছরের শুরুতে রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল আকাশের। নিয়েছিলেন তিনটি উইকেট। গতিই তাঁর সাফল্যের ইউএসপি। তবে তিনি স্পষ্ট বুঝেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতি পদে রয়েছে চ্যালেঞ্জ। সেই কারণে ধারাবাহিক উন্নতিও প্রয়োজন। এই প্রসঙ্গে আকাশ বলেন, ‘রনজি ট্রফি, দলীপ কিংবা ইরানি কাপ নিয়মিত খেলার ফলে আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিতে অসুবিধা হয়নি আমার। তবে প্রত্যেকদিনই নতুন কিছু শেখার সুযোগ রয়েছে। যখন বিরাট কোহলি, রোহিত শর্মার মতো মহান ক্রিকেটারদের চোখের সামনে পরিশ্রম করতে দেখি, তখন সেটা সেটা হয়ে ওঠে অনুপ্রেরণার রসদ।’
কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুই পেসার নিয়ে খেলতে পারে ভারত। পিচ দেখার পর তেমন জল্পনা তুঙ্গে। সেক্ষেত্রে আকাশের বাদ পড়ার সম্ভাবনা থাকছে। তবে বাংলার পেসার তা নিয়ে বিচলিত নন।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা