খেলা

সাকিবকে নিয়ে আশায় বাংলাদেশ

কানপুর: চেন্নাই টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব-আল-হাসান। তা নিয়েই পুরো ম্যাচ খেলেন তিনি। ফলে ব্যথা আরও বেড়ে যায়। সংশয় দেখা দেয় তাঁর দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে। তবে বাংলাদেশের কোচ চান্ডিকা হাতুরাসিঙ্ঘে তারকা অলরাউন্ডারকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি বলেছেন, ‘আমাকে কেউ বলেনি যে, সাকিব পরের ম্যাচে খেলতে পারবে না। তাই আমার পরিকল্পনার মধ্যে সাকিবও রয়েছে।’
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেনি টাইগার বাহিনী। ২৮০ রানে হেরে প্রবল চাপে নাজমুল হোসেন শান্তরা। সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ কানপুরে। মাথার উপর ঝুলছে ধবল ধোলাইয়ের খাঁড়া। এমন পরিস্থিতিতে সাকিবের মতো দক্ষ এবং অভিজ্ঞ স্পিন অলরাউন্ডারকে বাইরে রেখে মাঠে নামা আরও কঠিন করে দেবে ঘুরে দাঁড়ানোর পথ। চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে প্রবল চাপের মুহূর্তে ব্যাট হাতে লড়েছিলেন সাকিব। ৫৬ বল খেলে করেছিলেন ২৫ রান, যা কোচের দৃষ্টিতে খুবই ইতিবাচক। তবে আরও উন্নতি চান কোচ। দ্বিতীয় টেস্টে ভারতকে বশ মানাতে হলে দুর্দান্ত লড়াই মেলে ধরতে হবে বাংলাদেশকে। সেই কারণে ছেলেদের উজ্জীবিত করার প্রয়াস হাতুরাসিঙ্ঘের। তাঁর বক্তব্য, ‘সক্ষমতা অনুযায়ী প্রথম টেস্টে আমরা পারফর্ম করতে পারিনি। ভুল থেকে শিক্ষা নিতে হবে।’
ভারত-বাংলাদেশ সিরিজ ভেস্তে দেওয়া নিয়ে মাঝে মধ্যেই হুমকি ভেসে আসছে। তা নিয়ে অবশ্য বিচলিত নন বাংলাদেশের কোচ। কানপুরের নিরাপত্তায় তিনি খুশি বলেই জানিয়েছেন। উল্লেখ্য, দ্বিতীয় টেস্টের জন্য মোতায়েন থাকবে এক হাজার পুলিসকর্মী। এছাড়া স্টেডিয়াম সংলগ্ন চত্বরে  বসানো হবে হাজারের বেশি মনিটরিং ক্যামেরা।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা