খেলা

দিয়ামানতাকোস, রাকিপের পর অসুস্থ ক্রেসপো, গোয়ার বিরুদ্ধে দল সাজাতে বিপাকে কুয়াদ্রাত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার আইএসএলে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ এফসি গোয়া।  সাধারণত ম্যাচের দু’দিন আগে প্রথম একাদশ বেছে নেন কোচেরা। কিন্তু কার্লেস কুয়াদ্রাত কানাগলিতে হাতড়ে বেড়াচ্ছেন। চোট-অসুস্থতায় বিধ্বস্ত লাল-হলুদ ব্রিগেড। দল সাজাতে হিমশিম স্প্যানিশ হেডস্যার। এদিন বিকেলে যুবভারতীতে অনুশীলন করালেন কুয়াদ্রাত। মাঠে নামনেনি দিয়ামানতাকোস। ছোটা দূরের কথা, গ্রিসের স্ট্রাইকার জোরে হাঁটতে গেলেও খোঁড়াচ্ছেন। মিরাকল ছাড়া তাঁর পক্ষে মাঠে নামা মুশকিল। এমনকী, ৫ অক্টোবর জামশেদপুর এফসির বিরুদ্ধেও অনিশ্চিত তিনি। উইং ব্যাক রাকিপের মাসল স্টিফ। অনুশীলন করতে পারলেন না। তার উপর জ্বরে কাবু স্প্যানিশ মিডিও সাউল ক্রেসপো। কেরল ম্যাচের আগেই অসুস্থ হয়ে পড়েন। শরীরও দুর্বল। থমথমে মুখ নিয়ে কোনওমতে মাঠে এলেও মাঝপথেই বাড়ি ফিরলেন। প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করা হয়েছে। 
আইএসএলের প্রথম দু’টি ম্যাচেই পরাস্ত হয়েছে ইস্ট বেঙ্গল। বিভিন্ন টুর্নামেন্ট মিলিয়ে টানা চার হারের জেরে প্রবল চাপে কুয়াদ্রাত।  স্প্যানিশ কোচ নিজেও জানেন, এভাবে বেশিদিন চলবে না। তবে তাঁকে ছাঁটাই করতে মোটা টাকা ক্ষতিপূরণ প্রয়োজন। তাই ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন কর্তারা। হতশ্রী পারফরম্যান্সে সমর্থকরাও ক্ষুব্ধ। কার্যত সাকার্সের ট্র্যাপিজের মতো সরু দড়িতে হাঁটছেন সুপারকাপ জয়ী কোচ। গোয়া ম্যাচে সামান্য এদিক-ওদিক হলে চেয়ার নিয়ে টানাটানি শুরু হতে পারে। পরিস্থিতি উপলব্ধি করেই সুদর্শন কোচের মুখে নিম্নচাপের কালো মেঘ।
অনুশীলনে ইঙ্গিত, গোয়ার বিপক্ষে গোটা দুয়েক পরিবর্তন আনতে পারেন লাল-হলুদ কোচ। গোলরক্ষক প্রভসুখন গিলের পরিবর্তে দেবজিতের খেলার সম্ভাবনা প্রবল। কিন্তু রাইট-উইং ব্যাকে কে খেলবেন? কার্ড সমস্যা মিটিয়ে লালচুংনুঙ্গা ফিরছেন। প্রভাত লাকরাও ফিট। এছাড়া কুয়াদ্রাতের হাতে গুরসিমরত গিল রয়েছেন। তিনি মাঠে নামলেই আতঙ্কে বুক কাঁপে সমর্থকদের। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাউল ক্রেসপোর বিকল্প বাছা। বক্স টু বক্স মিডিও প্রচুর ওয়ার্কলোড নেন। সাউল না থাকলে মাঝমাঠের ভারসাম্য নষ্ট হতে বাধ্য। আক্রমণে ক্লেটন সিলভা অগতির গতি। গত এপ্রিলে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে লক্ষ্যভেদের পর গোলখরায় ভুগছেন বর্ষীয়ান স্ট্রাইকার। গোলের বুটজোড়া  লকার থেকে দ্রুত বার করতে হবে। কেরিয়ারের পড়ন্ত বেলায় ক্লেটন কী পারবেন পুরনো ঝলক দেখাতে?
এদিকে, লিগের সিকোয়েন্স মেনে ম্যাচ আয়োজনের জন্য আইএফএ’কে চিঠি দিল ইস্ট বেঙ্গল। এর আগে ডায়মন্ডহারবারের বিরুদ্ধে জেসিনদের ম্যাচ স্থগিত রাখা হয়। ঘরোয়া লিগে লাল-হলুদের পরের প্রতিপক্ষ ভবানীপুর। ইস্ট বেঙ্গলের চিঠির পর সেই ম্যাচ ঘিরেও অনিশ্চয়তা।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা