খেলা

অভিশপ্ত সেই দিন ভুলতে চান বিদেশ

শিবাজী চক্রবর্তী, কলকাতা: রোগা, ছিপছিপে চেহারা। তার উপর লাজুক। সাত চড়ে রা নেই।  কিন্তু পায়ে বল পড়লে এই ছেলেই যেন ধানি লঙ্কা। মাথা নীচু করে বিদেশ বসুর দৌড় এখনও বাঙালির সুখস্মৃতি। বর্ষণসিক্ত মাঠে গতির বিস্ফোরণ ঘটানো বিদেশ এখন রাজনৈতিক ব্যক্তিত্ব। তুমুল ব্যস্ততায় মাঠের সঙ্গে দূরত্ব বেড়েছে। ভারিক্কি চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। কোমরের ঝাঁকুনিতে অনায়াসে প্রতিপক্ষ ডিফেন্ডারকে টলিয়ে দেওয়া কাটোয়া এক্সপ্রেস এখন অনেক সাবধানী। মাপা মন্তব্যে বিতর্ক এড়ানোর ছাপ স্পষ্ট। পরিচিতরা বলেন, এটাই তো হওয়ার ছিল। গত চার দশক অব্যক্ত মানসিক যন্ত্রণায় দগ্ধ তিনি। বড় ম্যাচের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের আতঙ্ক এখনও বয়ে চলেছেন বিদেশ বসু। ১৯৮০ সালের ১৬ আগস্ট। ইডেনে দুই প্রধানের সাক্ষাতে পদপৃষ্ঠ হয়ে প্রয়াত ১৬ জন ফুটবলপ্রেমী।  আগস্টের ডার্বি মানেই  ময়দানে চার দশক আগের অভিশপ্ত বিকেলের স্মৃতিচারণ। অসীম চ্যাটার্জি, কার্তিক মাইতি, রবীন আদক....গ্যালারি থেকে নামিয়ে আনা হচ্ছে পরের পর নিষ্প্রাণ দেহ। সবুজ ঘাসে কান্নার রোল। সেদিন দিলীপ পালিতের ট্যাকলে মেজাজ হারান বিদেশ। জমে থাকা বারুদে কেউ যেন আগুন জ্বালিয়ে দেয়। প্রসঙ্গ উঠতেই বিদেশের আর্তনাদ-‘এই প্রসঙ্গ থাক। অনেক হয়েছে। দগদগে স্মৃতি বইতে বইতে বড় ক্লান্ত।’ কোচ, কর্তা, সমর্থকদের চাপে টগবগিয়ে ফুটতে থাকা সেদিনের তরুণ ভুলতে চান সবকিছু। 
আগামী ১৮ আগস্ট ডুরান্ড কাপের বড় ম্যাচ। তার আগে তীব্র উন্মাদনা। তবু বিদেশ বড়ই নিষ্পৃহ। বদলে যাওয়া ময়দানের সঙ্গে তাল মেলাতে নারাজ। বললেন, ‘এখন সবাই পেশাদার। স্থানীয় ফুটবলার কম থাকায় প্রাণের টান কম। সেই সময়ের সঙ্গে মেলাতে পারি না কোনওকিছুই।’ সময় পেলে যুবভারতীতে ম্যাচ দেখতে যাওয়ার ইচ্ছা আছে। ব্যস এইটুকুই। নতুন প্রজন্মের সমর্থকদের জন্য বিদেশ বসুর বার্তা —‘অতীত ভুলে সামনে তাকানোই জীবন। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ উন্মাদনা থাকুক, জয় হোক বাংলার ফুটবলের।
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা