খেলা

ওডিআই র‌্যাঙ্কিংয়ে প্রথম চারে ভারতের তিন মহারথী, বাবরের ঘাড়ে নিঃশ্বাস রোহিতের

নয়াদিল্লি, ১৪ আগষ্ট: আজ, বুধবার আইসিসির তরফে প্রকাশ করা হল ব্যাটারদের র‌্যাঙ্কিং লিস্ট। যেখানে ওডিআই র‌্যাঙ্কিংয়ে ভারতের জয়জয়কার অব্যাহত। তালিকার শীর্ষ চার স্থানের মধ্যে ৩ জনই ভারতীয় ব্যাটার। বাবর আজমের ঘাড়ে নিঃশ্বাস ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রোহিত শর্মা। তিন নম্বরে নিজের আসন নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’ শুভমান গিল। অন্যদিকে চতুর্থ নম্বরে রয়েছেন অন্যতম তারকা ব্যাটার বিরাট কোহলি।
ওয়ানডে’তে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের দখলে থাকলেও, তাঁর থেকে খুব বেশি দূরে নেই হিটম্যান। বাবর আজমের পয়েন্ট ৮২৪, অন্যদিকে রোহিতের সংগ্রহে রয়েছে ৭৬৫ পয়েন্ট। শুভমানের পয়েন্ট ৭৬৩ ও বিরাট রয়েছেন ৭৪৬ পয়েন্টে।  পাঁচ নম্বরে রয়েছেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ট্যাকটর।  তালিকায় পরবর্তী ভারতীয় নাম রয়েছে শ্রেয়স আয়ারের। তিনি রয়েছেন ১৬ নম্বর স্থানে।
উল্লেখ্য, শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় দল ০-২ এ হারলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অধিনায়ক রোহিত শর্মা। এই সিরিজে তাঁর মোট রান ১৫৭। যার দৌলতে তৃতীয় স্থান থেকে তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তবে লঙ্কার মাটি খুব একটা ভালো হয়নি কিং কোহলির জন্য। তিন ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ৫৮ রান। যদিও তিনি নিজের চার নম্বর স্থান বজায় রেখেছেন।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা