খেলা

লস এঞ্জেলসে সোনা জেতাই লক্ষ্য আমনের

নয়াদিল্লি: মঙ্গলবার সকাল থেকেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে জনপ্লাবন। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ওলিম্পিক কুস্তিতে ভারতের একমাত্র পদকজয়ী আমন শেরাওয়াতের। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। আবেগে ভাসলেন ক্রীড়াপ্রেমীরা। তাঁরা ছুড়ে দিলেন ফুল।  বাজল ঢাক-ঢোল। সেই উন্মাদনার মধ্যে দিয়েই বেরলেন আমন। বিমানবন্দর থেকে সোজা পৌঁছলেন সংবর্ধনা মঞ্চে। সেখানে পরের স্বপ্নের কথা জানালেন ওলিম্পিকসে ব্রোঞ্জ জয়ী এই কুস্তিগির। 
ওজন বৃদ্ধির কারণে প্যারিসে পদকের দোরগোড়া থেকে খালি হাতে ফিরতে হয়েছে ভিনেশ ফোগাটকে। সেই ক্ষতে প্রলেপ লাগালেন আমন। ওলিম্পিকস অভিষেকেই দুরন্ত ছন্দে সোনার লক্ষ্যে এগচ্ছিলেন ২১ বছরের কুস্তিগির। কিন্তু সেমি-ফাইনালে একতরফা লড়াইয়ে হারতে হয় তাঁকে। তবে দমে যাননি হরিয়ানার পহেলওয়ান। ব্রোঞ্জ পাওয়ার লড়াইয়ে পুয়ের্তো রিকোর দারিয়ান ক্রুজকে প্রথম রাউন্ডেই নক আউট করেন তিনি। পদক জিতে ওলিম্পিকস কুস্তিতে ভারতের ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রাখলেন আমন। দেশে ফেরার পর সেজন্যই মিলল নায়কোচিত অভ্যর্থনা। 
এদিন আমনের সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন রবি দাহিয়া। টোকিও গেমসে রূপো জয়ী কুস্তিগিরের অনুপ্রেরণায় আখড়ায় নাম লিখিয়ে ছিলেন আমন। আর ট্রায়ালে সেই রবি দাহিয়াকে হারিয়েই প্যারিসের ছাড়পত্র আদায় করেন তিনি। সংবর্ধনার পর আমন বলেন, ‘লড়াই এখান থেকে শুরু হল। এবার আমার লক্ষ্য ২০২৬ এশিয়ান গেমস ও ২০২৮ ওলিম্পিকসে সোনা জয়। পদকের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আরও অনুশীলন করতে হবে।’ 
শুধু ভবিষ্যৎ পরিকল্পনা নয়, প্যারিসে পদকজেতার নেপথ্যের পরিশ্রমের কথাও জানালেন আমন। ম্যাটের লড়াই সবাই দেখেছে। কিন্তু বাইরের লড়াই আরও কঠিন ছিল। ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জের ম্যাচের আগে তাঁরও ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল। ভিনেশের মতো অবস্থা হবে না তো, টেনশন সঙ্গী হয়েছিল। আমনের মন্তব্য, ‘যখন দেখলাম সাড়ে তিন কেজি ওজন বেশি, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তবে মাথা ঠান্ডা রেখে সারারাত তা কমানোর দিকে নজর দিয়েছি। এই সময় সাপোর্টিং স্টাফরা খুব সাহায্য করেছেন।’
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা