খেলা

অনুরাগীদের আবেগে ভাসলেন শ্রীজেশরা

নয়াদিল্লি: দিন কয়েক আগে দেশে ফিরেছিলেন ওলিম্পিক হকিতে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের বেশ কিছু সদস্য। সমাপ্তি অনুষ্ঠানের জন্য প্যারিসে থেকে গিয়েছিলেন শ্রীজেশ, অমিত রোহিদাস, রাজকুমার পাল, অভিষেকরা। মঙ্গলবার তাঁরা দেশে ফিরে ভাসলেন আবেগে। রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে হকিপ্রেমীরা হাজির ছিলেন ফুলের মালা, ঢাক-ঢোল নিয়ে। পদক হাতে শ্রীজেশ বেরতেই উন্মাদনা চরমে ওঠে। জয়ধ্বনির মধ্যেই তাঁদের গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। বুধবার হকি ইন্ডিয়ার পক্ষ থেকে সংবর্ধিত হবেন তাঁরা।
এরই মধ্যে শ্রীজেশ বলেন, ‘গত ওলিম্পিকসেও আমরা ব্রোঞ্জ জিতেছিলাম। এটা আমরা অভ্যাসে পরিণত করে তুলেছি।’ ব্রোঞ্জ জয়ের পর অবসরের ঘোষণা করেছেন তিনি। তবে হকির সঙ্গে সম্পর্কচ্ছেদ হচ্ছে না। ভারতের জুনিয়র দলের সঙ্গে কোচ হিসেবে যুক্ত হয়েছেন শ্রীজেশ। তাঁর কথায়, ‘একটা সফর শেষ হল। তবে একজন থেমে গেলে অন্যরা এগিয়ে আসে। পদক জেতার খুশি নিয়েই সরে যাচ্ছি, এটাই তৃপ্তির। এত বছর ধরে হকিই ছিল ধ্যানজ্ঞান। তাই বড্ড ফাঁকা ফাঁকাও লাগছে। কীভাবে সময় কাটাব বুঝতে পারছি না।’
এদিকে, হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় হকি দল চার বছর পর লস অ্যাঞ্জেলস গেমসে সোনা জেতার ক্ষমতা ধরে বলে মনে করছেন বিশ্ববিখ্যাত অভিযাত্রী মাইক হর্ন। ওলিম্পিকস শুরুর আগে আল্পসের পাহাড়ে হকি দলের সঙ্গে তিনদিনের বুট ক্যাম্পে মানসিক কাঠিন্য বাড়ানোয় জোর দিয়েছিলেন তিনি। হর্ন বলেছেন, ‘ভারতীয় দলের দৃ‌ঢ়সংকল্পেরই প্রতিফলন হল ব্রোঞ্জ পদক। আগামী দিনের সাফল্যের ভিতও ওরা গড়ে ফেলেছে। পরের ওলিম্পিকসে ওদের সোনা জেতার সম্ভাবনা রয়েছে। এবারই অবশ্য ভারতীয় হকি দল সোনার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। প্রতিযোগিতা জুড়ে ওরা দুর্দান্ত স্কিল, স্ট্র্যাটেজি ও হার না মানা মানসিকতার পরিচয় রেখেছে। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্যই ওরা সোনার স্বপ্ন দেখিয়েছিল।’
ভারতীয় হকি দল প্যারিসে প্রতিকূল পরিস্থিতিতেও উজাড় করে দিয়েছে। ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারানো, দশ জনে হয়ে গিয়েও ব্রিটেনকে বশ মানানোর মতো বেশ কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন হরমনপ্রীতরা। হর্ন বলেছেন, ‘চাপের মুখে ভারতীয় হকি দলের লড়াই মুগ্ধ করেছে। ওলিম্পিকসের আসরে পদক জেতা বিশাল বড় কীর্তি। ওদের সাফল্যে আমারও সামান্য ভূমিকা রয়েছে, এটা ভেবেই গর্বিত।’
অধিনায়ক হরমনপ্রীতকে ‘সর্বকালের অন্যতম সেরা’ হিসেবে চিহ্নিত করেছেন হর্ন। তাঁর কথায়, ‘দারুণ নেতৃত্ব দিয়েছে ও। শুধু গ্রেট খেলোয়াড়ই নয়, সতীর্থদের উদ্দীপ্ত করে সেরাটা আদায়ের ক্ষমতাও রয়েছে ওর। ভারতের সাফল্যে ওর নেতৃত্বের বড় ভূমিকা। ভারতীয় হকির সর্বকালের সেরাদের মধ্যে ওর জায়গা পাকা।’ শ্রীজেশ প্রসেঙ্গ হর্নের মন্তব্য, ‘দেশের হয়ে শেষ ম্যাচেও নিজেকে উজাড় করে দিয়েছে। বুটক্যাম্প চলাকালীন শ্রীজেশ ছিল দলের কাছে শক্তির মিনার। ও যে ঐতিহ্য রেখে গেল তা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা