খেলা

পরের ওলিম্পিকসে আরও পদক জিততে প্রত্যয়ী মানু

নয়াদিল্লি: এবার ওলিম্পিকসে জোড়া ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েছেন শ্যুটার মানু ভাকের। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। আরও ওলিম্পিকস পদক জেতাই তাঁর লক্ষ্য। পরের গেমস লস এঞ্জেলসে। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে চাইছেন হরিয়ানার মেয়ে।
এবারের ওলিম্পিকসে মানুর সাফল্য নজরকাড়া। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের সিঙ্গলস ও মিক্সড টিম ইভেন্টে তিনি ব্রোঞ্জ জেতেন। পদকের হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয়েছিল। তবে অল্পের জন্য তা হাতছাড়া হয়। তবে এর ফলে মানুর খিদে অবশ্য বেড়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, ‘ওলিম্পিকসে আবার পদক জেতার জন্য পরিশ্রম করব। পরের গেমসে আরও দু’টি পদক জেতাই আমার লক্ষ্য। দেশকে বেশি সংখ্যক পদক এনে দেওয়ার জন্য আগামী দিনে পরিশ্রমের কোনও খামতি রাখব না।’
কয়েকদিনের জন্য দেশে ফিরে এসেছিলেন মানু। তবে ওলিম্পিকসের সমাপ্তি অনুষ্ঠানে পিআর শ্রীজেশের সঙ্গে যৌথভাবে পতাকাবাহক ছিলেন তিনি। তাই ফিরে গিয়েছিলেন প্যারিসে। মানু বলেছেন, ‘দেশের পতাকাবাহক হওয়া আমার জীবনের সেরা প্রাপ্তি। এই মুহূর্ত কখনও ভোলার নয়। শ্রীজেশ ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ছোটবেলা থেকে ওঁর খেলা দেখেছি। ওঁর মতো এত বড় মাপের ক্রীড়াবিদের সঙ্গে পতাকাবাহক হতে পেরে আমি গর্বিত।’ 
এদিকে, নীরজ চোপড়া ও মানু ভাকেরের বিয়ে নিয়ে জোর জল্পনা চলছে। এই ব্যাপারে মুখ খুললেন মানুর বাবা রাম কিষাণ ভাকের। তিনি জানিয়েছেন, ‘মানুর এখনও বিয়ের বয়স হয়নি। তাই এখন ওসব নিয়ে ভাবছি না। আপাতত ও খেলাধুলা নিয়েই থাকুক, সেটাই আমরা চাইছি।’ একই সঙ্গে রাম কিষাণ বলেন, ‘নীরজ আমাদের গর্ব। মানুর মা নীরজকে নিজের ছেলের মতো ভালোবাসে। ওকে আমরা সকলেই খুব ভালোবাসি।’ এদিকে নীরজের কাকা জানিয়েছেন, ‘ওর বিয়ে হলে সবাই ঠিক জানতে পারবেন।’ আসলে একটি ভিডিও ঘিরেই বিপত্তি। প্যারিসে ইন্ডিয়া হাউসে একান্তে নীরজ ও মানুকে কথা বলতে দেখে নেট দুনিয়ায় শোরগোল পড়ে যায়। দুই সফল ক্রীড়াবিদের সম্পর্কের রয়াসন নিয়ে চর্চা চলে। তাতে বারুদের জোগান দেন মানুর মায়ের সঙ্গে নীরজের আলাপচারিতায়। তবে দুই পরিবারের সদস্যরা যেভাবে বক্তব্য রেখেছেন, তাতে নীরজ-মানুর বিয়ের ব্যাপার নিয়ে তৈরি হওয়া জল্পনা কিছুটা কমবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা