খেলা

আনোয়ার আলির হুঙ্কার-‘ডার্বি জিতে বাকি কথা হবে’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘড়ির কাঁটায় সন্ধ্যা সাতটা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে লাল-হলুদ জনজোয়ার। ‘আনোয়ার- আনোয়ার’ ধ্বনিতে কানে তালা লাগার জোগাড়। ক্রীড়া দিবসের মঞ্চে আনোয়ারকে হাজির করে সমর্থকদের উপহার দিল ইস্ট বেঙ্গল। পাঞ্জাবি ফুটবলারের দলবদল গনগনে সাতের দশকের স্মৃতি ফেরালো ময়দানে। অভিভূত আনোয়ারের মন্তব্য, ‘ভারতের কোনও ফুটবলার এমন অভ্যর্থনা পায়নি। ইস্ট বেঙ্গল এখানেই আলাদা।’ দেড়শো ডেসিবেলের আকাশছোঁয়া গর্জনে মনে হতে বাধ্য, এই বোধহয় ডার্বি জিতে এলেন। সামনেই বড় ম্যাচ। টগবগিয়ে ফুটতে থাকা আনোয়ারের হুঙ্কার, ‘ডার্বি জিতেই বাকি কথা হবে।’
মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আনোয়ারের নাম  ঘোষণা করল লাল-হলুদ ম্যানেজমেন্ট। পাঁচ বছরের ‘রেকর্ড’ চুক্তিতে ইস্ট বেঙ্গলে এলেন তিনি। মঙ্গলবারের আনোয়ার সন্ধ্যায় পরতে পরতে নাটক। অন্যতম সেরা ভারতীয় ডিফেন্ডারকে স্বাগত জানাতে  উপস্থিত অর্জুন দীপক মণ্ডল। আশিয়ানজয়ী ডিফেন্ডার যেন ব্যাটন তুলে দিলেন পরবর্তী প্রজন্মের হাতে। গলার লাল-হলুদ উত্তরীয় আনোয়ারকে পরিয়ে দিলেন লিয়েন্ডার পেজ। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ইমামি কর্তা আর লাল-হলুদ থিঙ্কট্যাঙ্কের চোখ চকচকে। মঞ্চের দিকে এক কর্তা বলে উঠলেন, ‘এ ছবিতে স্পর্ধা আছে।’ সব ঠিকঠাক চললে বৃহস্পতিবার কুয়াদ্রাতের অনুশীলনে যোগ দেবেন আনোয়ার। পাঞ্জাবি ডিফেন্ডার অবশ্য চ্যালেঞ্জ নিতে তৈরি। এদিন তাঁর মন্তব্য, ‘বড় দলে খেললে চাপ থাকবেই। আরও বেশি ট্রফি জিততে চাই।’এর আগে ষষ্ঠ বিদেশি হিসেবে হেক্টর ইউস্তেকে সই করায় ইস্ট বেঙ্গল। গত মরশুমে সবুজ-মেরুন জার্সিতে ভরসা দিয়েছেন আনোয়ার ও হেক্টর। পুরানো জুটিকে দেখা যাবে নতুন মোড়কে। একইসঙ্গে জোড়া ডিফেন্ডারের শিবির বদলের এমন উদাহরণও নজিরবিহীন। 
আনোয়ারকে নিয়ে গত কয়েকদিন ধরেই ‘ইঞ্চিতে ইঞ্চিতে’ লড়াই চলেছে দুই প্রধানে। ফুটবলারটি মোহন বাগানের লোন ডিল ভাঙার পর শুরু হয় তীব্র বিতর্ক। জট কাটাতে শেষ পর্যন্ত আসরে নামে ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটি। সর্বভারতীয় ফুটবল সংস্থার সবুজ সংকেত দেওয়ার পরেই পুরনো ক্লাব দিল্লি এফসি’তে ফেরেন আনোয়ার। সেখান থেকেই পার্মানেন্ট ডিলে ইস্ট বেঙ্গলে সই করেন তিনি। দলবদলে ঝড় তোলা রিক্রুটকে ক্রীড়া দিবসে প্রকাশ্যে আনার কারণ ঠিক কী?  আধুনিক ইস্ট বেঙ্গলের রূপকার দীপক (পল্টু) দাসের জন্মদিন লাল-হলুদের ক্রীড়াদিবস। চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে ধুন্ধুমার যুদ্ধে আনোয়ারকে ছিনিয়ে নিয়ে লাল-হলুদ জার্সি পরালেন শীর্ষকর্তা দেবব্রত সরকার। এদিন ক্রীড়াদিবসে সম্মানিত করা হয় লিয়েন্ডার পেজ ও বর্ষীয়ান সাহিত্যক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা