খেলা

রোহিত ও বিরাটের দলীপ ট্রফিতে খেলা নিয়ে জল্পনা

বেঙ্গালুরু: সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে অংশ নেবে ভারত। তার প্রস্তুতি হিসেবে দলীপ ট্রফিকে দেখছে বিসিসিআই। সেজন্যই লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, শুভমান গিল, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবের মতো তারকা ক্রিকেটারদের এই প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
বিরাট কোহলি ও রোহিত শর্মার খেলা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। তবে টেস্ট সিরিজের জন্য তৈরি হওয়ার অঙ্গ হিসেবে তাঁরা প্রথম শ্রেণির ক্রিকেটে নামতেই পারেন। ২০২১ সাল থেকে ঘরোয়া ক্রিকেটে খেলেননি রোহিত। অন্যদিকে, কোহলি আবার ২০১৫ সালে শেষবার নামেন ডোমেস্টিক ক্রিকেটে। আবার এটাও শোনা যাচ্ছে যে রোহিত-কোহলিদের কোনও চাপ দেওয়া হচ্ছে না বোর্ডের তরফে। তাঁরাই নাকি সিদ্ধান্ত নেবেন দলীপ ট্রফিতে খেলার ব্যাপারে। কারণ, দুজনের ওয়ার্কলোড কমাতে উদ্যোগী নির্বাচকরা। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং অবশ্য আশাবাদী যে রোহিত-বিরাট আরও কয়েক বছর খেলবেন। ভাজ্জির কথায়, ‘বিরাটের যা ফিটনেস, পাঁচ বছর খেলতেই পারে। রোহিতও অনায়াসে দু’বছর খেলার ক্ষমতা ধরে।’
আগামী কয়েক মাসে দশটি টেস্ট খেলবে ভারত। তার মধ্যে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ রয়েছে। সেজন্য যশপ্রীত বুমরাহকে তরতাজা রাখার ভাবনাও জোরালো। শুধু দলীপ ট্রফিতেই নয়, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। এমনিতেও বাংলাদেশের বিরুদ্ধে পেসার মহম্মদ সামির চোট সারিয়ে প্রত্যাবর্তনের কথা। তাছাড়া ওই সিরিজে স্পিন-সহায়ক কন্ডিশনে খেলা হবে। তাই বুমরাহর প্রয়োজন সেভাবে পড়বে না বলেই ধারণা। 
দলীপের প্রথম দুই ম্যাচ ৫ সেপ্টেম্বর থেকে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে একইসঙ্গে হওয়ার কথা। কিন্তু তার একটি ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। শীর্ষস্থানীয় ক্রিকেটারদের খেলার সুবিধার জন্যই এই পরিবর্তন বলে বোর্ডসূত্রে খবর। উল্লেখ্য, বেঙ্গালুরু থেকে অনন্তপুরের দূরত্ব প্রায় ২৩০ কিমি। সেখানে বিমানবন্দরও নেই। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট চেন্নাইয়ে শুরু ১৯ সেপ্টেম্বর। তার আগে প্রস্তুতি শিবিরের পক্ষপাতী কোচ গম্ভীর। সেজন্য দলীপের প্রথম রাউন্ডের ম্যাচেই সম্ভবত খেলবেন তারকারা। তবে রবিচন্দ্রন অশ্বিনের দলীপে খেলার বাধ্যবাধকতা নেই। আর হার্দিক পান্ডিয়াকে লাল বলের ক্রিকেটের জন্য ভাবাই হচ্ছে না এখনও। ঈশান কিষানকে অবশ্য দলীপের কোনও একটি স্কোয়াডে দেখা যেতে পারে।  ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি ও ইন্ডিয়া ডি— এই চারটে দলই বেছে নেবেন অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচকরা। রাউন্ড-রবিন ফরম্যাটে প্রত্যেক দল একে অন্যের বিরুদ্ধে খেলবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা