খেলা

ওজন বাড়ার দায় ভিনেশকেই নিতে হবে: ঊষা

নয়াদিল্লি: ভিনেশ ফোগাট প্রসঙ্গে হঠাৎ সুর বদল ভারতীয় ওলিম্পিকস অ্যাসোসিয়েশনের (আইওএ) প্রেসিডেন্ট পিটি ঊষার। সদ্য সমাপ্ত প্যারিস গেমসে মহিলাদের ৫০ কেজি কুস্তির ফাইনালের আগে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় ডিসকোয়ালিফায়েড হন ভিনেশ। স্বপ্নভঙ্গের হতাশা গ্রাস করে ভারতীয় তারকাকে। তার উপর রাতভর শরীরচর্চার মাধ্যমে ওজন কমানোর চেষ্টা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেই সময় ২৯ বছরের কুস্তিগিরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পিটি ঊষা। পরে সংবাদ মাধ্যমের সামনে ভিনেশের লড়াইয়ের ভূয়সী তারিফ করেন তিনি। আশ্বাস দেন, কঠিন সময়ে পাশে থাকার। সেই মতো হরিয়ানার লড়াকু কন্যাকে রুপো দেওয়ার দাবিতে প্রয়োজনীয় তদারকিও করেন ঊষা। ভারতীয় ওলিম্পিক অ্যাসোসিয়েশনের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার ভিনেশের ব্যাপারে চূড়ান্ত রায় জানাবে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (ক্যাস)। কিন্তু গেমস শেষ হতেই সুর বদলে গেল আইওএ প্রেসিডেন্টের। এদিন ঊষার ঝাঁঝালো মন্তব্য, ওজন বৃদ্ধির দায় ভিনেশকেই নিতে হবে। তাঁর কথায়, ‘কুস্তি, ভরোত্তোলক, জুডো ও বক্সিংয়ের প্রতিযোগীরা ব্যক্তিগত সাপোর্ট স্টাফ নিয়ে গেমসে গিয়েছিল। তাই ওই সব ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের যাবতীয় দায়িত্ব তারাই দেখভাল করেছে। এর সঙ্গে ভারতীয় ওলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বারা নিযুক্ত মেডিকেল টিমের কোনও সম্পর্ক নেই। তাই ওজন বৃদ্ধির দায় নিতে হবে ভিনেশকেই।’
৫৩ কেজি বিভাগই ছিল ভিনেশের প্রথম পছন্দ। কিন্তু অন্তিম পাঙ্ঘাল আগেই সেই বিভাগে ওলিম্পিকসের যোগ্যতা অর্জন করায় চাপে পড়ে যান তিনি। শেষ পর্যন্ত ওজন কমিয়ে ভিনেশকে নামতে হয় ৫০ কেজিতে। সেখানেও কামাল দেখান তিনি। প্রথম লড়াইয়ে শীর্ষ বাছাইকে হারিয়ে ওলিম্পিকস অভিযান শুরু করেন ভারতীয় তারকা। পরের দু’টি লড়াইয়েও দুরন্ত দাপট দেখিয়ে ফাইনালের টিকিট পাকা করেন হরিয়ানার কুস্তিগির। কিন্তু ভাগ্যের পরিহাসে ইতিহাসের দরজা থেকে খালি হাতে ফিরতে হয় তাঁকে। ফাইনালের আগের সন্ধ্যায় দেখা যায় ভিনেশের ওজন ২.৭ কেজি বেড়ে গিয়েছে। শুরু হয় নতুন যুদ্ধ। সারা রাত দু’চোখের পাতা এক না করে ব্যায়ামের মাধ্যমে ঘাম ঝরান। সওনা বাথও চলে। মরিয়া হয়ে রক্তও বের করা হয় শরীর থেকে। কেটে ফেলা হয় চুল। কিন্তু রাতভর চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। প্রতিযোগিতার দিন সকালে ওজন পরীক্ষায় ব্যর্থ হন ভিনেশ। কারণ নির্ধারিত পরিমাপের চেয়ে তখনও ১০০ গ্রাম বেশি ছিল। ফলে তাঁকে ডিসকোয়ালিফাই ঘোষণা করে আয়োজকরা।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা