খেলা

ভবানীপুরকে হারিয়ে গ্রুপ শীর্ষে লাল-হলুদ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনবদ্য গোলরক্ষা আদিত্য পাত্রের। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ জেসিন টিকের। এই দুইয়ের সংমিশ্রণেই ভবানীপুরকে হারিয়ে গ্রুপ লিগের শীর্ষে ইস্ট বেঙ্গল। তবে সোমবার জিতলেও মন ভরাতে ব্যর্থ বিনো জর্জের দল। অন্তত দু’বার নিশ্চিত গোল বাঁচান আদিত্য। ঘরোয়া লিগে আপাতত আট ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের সংগ্রহ ২২ পয়েন্ট। সুপার সিক্সের আগে যত বেশি সম্ভব পয়েন্ট সংগ্রহ করে নিতে মরিয়া তন্ময়, বিষ্ণুরা। 
এবারের লিগে দুরন্ত পারফরম্যান্স রয়েছে ভবানীপুরের। টানা জিতে ইস্ট বেঙ্গলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সৃঞ্জয় বসুর দল। শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলতে দ্রুত লক্ষ্যভেদে জোর দিয়েছিলেন বিনো। সেই লক্ষ্যেই সায়ন, বিষ্ণুকে রাখা হয় প্রথম একাদশে। সমর্থকরা সিটে গুছিয়ে বসার আগেই লিড নেয় ইস্ট বেঙ্গল। ডানদিক থেকে গতির বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়েন রোশাল। ভবানীপুরের এক ডিফেন্ডার তাঁকে ট্রিপ করতেই পেনাল্টি পায় ইস্ট বেঙ্গল। গোলকিপারের ডানদিক দিয়ে গড়ানো শটে জাল কাঁপান জেসিন (১-০)। অনেকেই ভেবেছিলেন, ব্যবধান বাড়াতে আরও চাপ বাড়াবেন বিষ্ণুরা। তার বদলে অদ্ভুতভাবে খেলা থেকে হারিয়ে গেল বিনোর দল। বিষ্ণু, সায়ন, রোশালদের চেনা ঝাঁঝ অদৃশ্য। এর মধ্যেই ১৯ মিনিটে গোলরক্ষককে কাটিয়েও লক্ষ্যভেদে ব্যর্থ জেসিন। বিরতির ঠিক আগে ফের নষ্ট হয় সিটার। এক্ষেত্রে জেসিনের সঙ্গে চমৎকার ওয়ান-টু খেলে বিপক্ষ বক্সে ঢুকে পড়েন সায়ন। তাঁর জোরালো শট রুখে দেন প্রিয়ান্ত সিং। 
বিরতির পর সমতা ফেরাতে অল আউট আক্রমণে যায় ভবানীপুর। মোহন বাগানের প্রাক্তনী আজহারউদ্দিন মল্লিকের দুরন্ত শট শরীর ছুড়ে বাঁচান আদিত্য। এরপর কর্নার থেকেও বিপজ্জনক পরিস্থিতি সামাল দিলেন তিনি। বেগতিক বুঝে নজরকাড়া আজাদকে মাঠে নামান বিনো। কেরালাইট ফুটবলার বল হোল্ড করা শুরু করতেই ম্যাচের রাশ ফের হাতে নেয় ইস্ট বেঙ্গল। তবে ব্যবধান আর বাড়েনি। ম্যারাথন লিগে পারফরম্যান্সের ওঠানামা থাকেই। তার উপর সিনিয়র ও জুনিয়র দলের জাঁতাকলে শাটল ককের মতো অবস্থা বিষ্ণুদের। জলকাদার মাঠে ফুটবলারদের ক্লান্তি স্বাভাবিক। থিঙ্কট্যাঙ্কের উচিত বিষয়টি নিয়ে ভাবা। ম্যাচের পর বিনোর মন্তব্য, ‘মূল্যবান তিন পয়েন্ট পাওয়া গিয়েছে। ছেলেরা ছন্দে থাকলে আমাদের কেউ হারাতে পারবে না।’ এদিকে, ম্যাচ চলাকালীন বেটিংয়ের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করে পুলিস।
ভবানীপুর- ০   :    ইস্ট বেঙ্গল-১ (জেসিন)
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা