খেলা

পুনরায় ব্যবহৃত হবে ওলিম্পিকসের সরঞ্জাম

প্যারিস: অর্থের অপচয়ে ওলিম্পিকসের বরাবরই বদনাম। এমনও দেখা গিয়েছে, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র সমাপ্তির পর পড়ে পড়ে নষ্ট হচ্ছে স্টেডিয়ামগুলি। কিন্তু প্যারিস সেই পথে হাঁটতে নারাজ। ওলিম্পিকসের সরঞ্জামগুলি ফের ব্যবহার করতে চায় আয়োজক কমিটি। বিচ ভলিবলের বালি থেকে টেনিসের বল ফের কাজে লাগানো হবে। উল্লেখ্য, মেগা আসরে আইফেল টাওয়ারের সামনে বিচ ভলিবলের ভেন্যু বানানো হয়েছিল। জানা গিয়েছে, সেই মিহি বালি প্যারিসের একটি ক্লাবকে দেওয়া হবে। এছাড়া জ্যাভেলিন থ্রোয়ের বর্শা ও শটপাটের সরঞ্জামও দান করা হবে।
আসলে ওলিম্পিকসে সরঞ্জামগুলি ব্যবহারের আগেই তার পুনর্ব্যবহারের প্ল্যান তৈরি হয়ে গিয়েছিল। এক সাক্ষাত্কারে এই বিষয়ে অন্যতম ডিরেক্টর জিওর্জিনা গ্রেনন বলেন, ‘অতীতের সব ওলিম্পিকস আসর এবং ফিফা বিশ্বকাপে প্রচুর অর্থের অপচয় হতে দেখেছি। ব্যবহৃত সরঞ্জাম নষ্ট হয়েছে। তাই প্রতিযোগিতা শুরুর আগে থেকেই এই বিষয়ে সতর্ক ছিলাম। বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই সবকিছু ঠিকঠাক করা হয়।’ তাঁর সংযোজন, ‘আসলে আমরা কোনও কিছু অর্ডার দেওয়ার আগেই ভেবেছি, এটা পরে কীভাবে কাজে লাগানো যাবে। সরঞ্জাম বিক্রেতাদেরও গোটা পরিকল্পনা বুঝিয়ে বলা হয়েছে। প্যারিস ওলিম্পিকসে ৩২টি আলাদা ডিসিপ্লিনে খেলা হয়েছে। উপস্থিত ছিলেন প্রায় ১ কোটি দর্শক। তার জন্য প্রায় ৬০ লক্ষ সরঞ্জামের তালিকা হয়েছে। তবে অর্ডার দেওয়ার আগে কোম্পানিগুলির কাছে আমাদের শর্ত ছিল, ওলিম্পিক শেষ হওয়ার পর তারাই যাবতীয় দ্রব্য ফের ব্যবহারের দায়িত্ব নেবে।’ উল্লেখ্য, ফরাসি এক কোম্পানিকে ৬ লাখ আসবাবপত্র ফিরিয়ে দেওয়া হচ্ছে। 
আগামী ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর প্যারিসে প্যারালিম্পিকসের আসর বসবে। তারপরই সরঞ্জামগুলিকে পুনর্ব্যবহারের জন্য পাঠানো হবে। এছাড়া পরিবেশের কথা মাথায় রেখে সদ্যসমাপ্ত ওলিম্পিকসে কার্বনের ব্যবহারও কম করা হয়েছে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা