খেলা

ভাইরাল ভিডিও, নীরজ-মানুর ‘জোড়ি’ বানালেন ভক্তরাই

প্যারিস: আলাপ দেশেই। বিদেশে গিয়ে সেই সম্পর্ক পায় নতুন মাত্রা। ধীরে ধীরে ভালোলাগা... ভালোবাসা। তারপর? হ্যাপি এন্ডিং। নয়ের দশকে বলিউডের একাধিক সিনেমার গল্প মোটামুটি এই ছকেই বাঁধা। রিল দুনিয়ার সেই স্ক্রিপ্টের পুনরাবৃত্তির সাক্ষীই কি থাকল প্যারিস? সোশ্যাল মিডিয়ায় নীরজ চোপড়া ও মানু ভাকেরের ভিডিও ভাইরাল হতেই ভারতের কোটি কোটি ভক্তকুলের মনে জন্ম নিয়েছে এই জল্পনা, থুড়ি বিশ্বাস। এবার কি তাহলে দুই তারকার ‘জোড়ি’ পাকা?
প্যারিস। ভালোবাসার শহর। ওলিম্পিকস শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং লিস্টে উঠে আসে দু’টি ভিডিও। যাবতীয় জল্পনার উৎপত্তি সেখান থেকেই। প্রথম ভিডিওটি নীরজ চোপড়া ও মানু ভাকেরের। ওলিম্পিকসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের একে অপরের সঙ্গে আলাপের জন্য একটি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই ‘দেখা’ দু’জনের। সাদা শার্ট, কালো প্যান্ট, সাদা জুতো—মানুর পোশাকে ছিল কর্পোরেট ছোঁয়া। উল্টোদিকে নীরজ ছিলেন পুরো স্পোর্টি লুকে। নীল টুপি, নীল টি-শার্ট, সাদা ট্রাউজার ও সাদা স্নিকার্স। গলায় অ্যাক্রিডিটেশন কার্ড। দেখা যায়, নিচু গলায় চলছে আলাপ। দু’জনে কথা বলছেন ঠিকই... কিন্তু চোখে চোখ পড়ছে না কারও। কথা বলার সময় কখনও জুতোর দিকে, কখনও ডানদিকে রাখা খাবারের দিকে তাকাচ্ছেন নীরজ। কিন্তু ভুলেও সামনে দাঁড়ানো মানুর চোখে চোখ রাখছেন না। মুগ্ধতার আবেশভরা শরীরী ভাষা ওলিম্পিকসে জোড়া পদকজয়ী শ্যুটারেরও। সলাজ দৃষ্টি। তা দেখে এক নেটিজেন লেখেন, ‘দুই পদকজয়ীর কনফিডেন্স দেখুন। কথা বলার সময় একে অপরের দিকে তাকাতেও লজ্জা পাচ্ছেন!’ জবাবে একজন হাসির ইমোজি দিয়ে লেখেন, ‘লজ্জা পাওয়াটা ভারতে খুব স্বাভাবিক বিষয়।’ দু’জনে যখন একান্তে মগ্ন, সেই ছবি তুলতে দেখা যায় মানুর মা সুমেধা ভাকেরকে। তা দেখে এক নেটিজেনের সরস মন্তব্য, ‘দু’জনের জোড়ি সত্যিই ফাটাফাটি হবে।’ অপর একজন লিখেছেন, ‘কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে, দু’জনের প্রতি দু’জনের ক্রাশ রয়েছে। ভবিষ্যতে ভারত একটা সুপার অ্যাথলিট কাপল পেতে চলেছে?’
জল্পনায় নতুন মাত্রা যোগ করে দ্বিতীয় ভিডিওটি। মানুর মায়ের সঙ্গে কথা বলছিলেন নীরজ। আচমকাই নিজের মাথায় নীরজের হাত রেখে জ্যাভলিন থ্রোয়ারকে দিয়ে কিছু একটা বলিয়ে নিতে দেখা যায় তাঁকে। কিন্তু কী বলিয়ে নিচ্ছিলেন তিনি? সাউন্ডবক্সের দাপটে তা বোঝা দায়। আর ‘সঠিক’ উত্তর না পেয়ে নিজেদের মতো করে উত্তর খুঁজে নিয়েছেন নেটপাড়ার একাধিক বাসিন্দা। কেউ লিখেছেন, ‘একটা পদকে মা এবং মেয়ে দু’জনেরই মন ছুঁয়ে গিয়েছে নীরজ।’ কেউ আবার লিখেছেন, ‘জামাইয়ের খোঁজে’, ‘ফ্রম প্যারিস উইথ লাভ ২.০’। 
নীরজ চোপড়া বরাবরই কম কথা বলেন। স্পোর্টস সার্কিটে তাঁকে ‘লাজুক প্রকৃতি’র বলেই চেনেন অনেকে। নেটিজেনদের মতে, লাজলজ্জার সেই মাত্রাই যেন কয়েক গুণ বেড়ে গিয়েছিল মানুর সঙ্গে কথা বলার সময়। এই পর্বে ভাইরাল হয়েছে ২০২১ সালের একটি ছবি। ‘খেলো ইন্ডিয়া’র নীল পোলো টি-শার্ট পরা দু’জনের চোখভরা মুগ্ধতার রেশ। তাহলে কি দুই তারকার নতুন পথচলার সাক্ষী রইল ‘দ্য সিটি অব লাভ’? অমর প্রেমের আশায় অগণিত লাভ বার্ডসের মতো, লাভ লক ব্রিজের মতো কোথাও কি নিজেদের ভালোবাসায় তালা দিয়ে চাবিটা শেন নদীতে ছুড়ে ফেললেন দু’জনে? প্রেমের রাজধানীর বাতাসে ঠিক যেন বলিউডি সিনেমার রোশনাই। ‘রব’ কী ভাবছেন, জানা নেই। তবে বলাই যায়, ‘ফ্যানস নে বনা দি জোড়ি’।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা