খেলা

সবার উপরে আমেরিকাই

প্যারিস: ওলিম্পিকসের সমাপ্তি অনুষ্ঠানে ঘটল সঙ্গীত ও ক্রীড়াসংস্কৃতির মেলবন্ধন। ভাবনার অভিনবত্বে, আলোর রোশনাইয়ে, সূরের মূর্ছনায় মাতল স্টেদ দ্য ফ্রঁসে। সুরের ঝরনাধারায় মাতোয়ারা হলেন স্টেডিয়ামে উপস্থিত ৭০ হাজার দর্শক। শুরুতে ২২ বছর বয়সি ফ্রান্সের তারকা সাঁতারু লিওন মার্চান্ড ওলিম্পিক মশাল নিয়ে এলেন স্টেডিয়ামে। সেখানে তখন হাজির ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ ও আইওসি প্রেসিডেন্ট থমাস বাক। এরপর একে একে পতাকা হাতে প্রবেশ করলেন অ্যাথলিটরা। তেরঙা হাতে দেখা গেল ভারতের মানু ভাকের, শ্রীজেশকেও। সমাপ্তি অনুষ্ঠানের বিষণ্ণতা কাটিয়ে থাকল নতুনের আবাহনও। চার বছর পরে ওলিম্পিকসের আসর বসবে লস অ্যাঞ্জেলসে। সেটাও বোঝানো হল চোখধাঁধানো অনুষ্ঠানে।
প্যারিসে গত ১৭ দিনে ৩২টি খেলায় অংশ নিয়েছিলেন ১০ হাজারের বেশি অ্যাথলিট। পদক তালিকায় যদিও সবাইকে টেক্কা দিয়েছে যথারীতি আমেরিকা। তবে উত্তেজনা বজায় ছিল শেষ ইভেন্ট, মহিলাদের বাস্কেটবল পর্যন্ত। রবিবার এই ইভেন্টে নাটকীয়ভাবে আমেরিকা ৬৭-৬৬ ফলে হারায় এবারের আয়োজক দেশ ফ্রান্সকে। মহিলাদের বাস্কেটবলে এটা আমেরিকার টানা অষ্টম সোনা। সেই জয়ের সুবাদে চিনের সঙ্গে সোনার সংখ্যায় একইবিন্দুতে (৪০) পৌঁছয় তারা। তবে মোট পদকের সংখ্যায় চিনের (৯১) থেকে অনেক এগিয়ে থাকার সুবাদে তালিকার শীর্ষস্থান দখল করে আমেরিকা (১২৬)। ২০২১ সালের টোকিও গেমসেও প্রথমস্থানে ছিল তারা। সেবার সোনার সংখ্যায় চিনের (৩৮) চেয়ে এগিয়ে ছিল আমেরিকা (৩৯)। এবার অবশ্য মোট পদকসংখ্যায় বাজিমাত তাদের। এই নিয়ে টানা আটবার মোট পদকের সংখ্যায় সবার উপরে আমেরিকা। পরের বার নিজেদের দেশেই বসছে ওলিম্পিকসের আসর। লস অ্যঞ্জেলস গেমসেও আমেরিকার শ্রেষ্ঠত্ব বজায় থাকবে বলেই মনে করছে ক্রীড়া মহল।
২০টি সোনা নিয়ে তালিকায় তৃতীয় হয়েছে জাপান। তিন বছর আগে টোকিও গেমসেও তিন নম্বরে ছিল তারা। অস্ট্রেলিয়া১৮টি সোনায় রয়েছে চার নম্বরে। এটাই তাদের ওলিম্পিকসের ইতিহাসে সেরা সাফল্য। ফ্রান্স পেয়েছে ১৬টি সোনা। তাদের অবস্থান পঞ্চমে। ভারত শেষ করেছে ৭১নম্বরে। এবার এসেছে মোট ৬টি পদক। তার মধ্যে একটি রুপো। বাকি সবই ব্রোঞ্জ। এদিকে, রবিবার ডোপ পরীক্ষায় ধরা পড়লেন কঙ্গোর স্প্রিন্টার ডমিনিকে লাসকন মুলুম্বা। ১৯৯৮ সিওল ওলিম্পিকসে বেন জনসন যে স্টেরয়েড ব্যবহার করেছিলেন, সেটাই পাওয়া গিয়েছে তাঁর নমুনায়। উল্লেখ্য, মুলুম্বা প্যারিসে পুরুষদের ১০০ মিটারে অংশ নেন।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা