খেলা

ভালোবাসায় আপ্লুত হরমনপ্রীত

নয়াদিল্লি: দেশে ফিরে আবেগ, উচ্ছ্বাস, উন্মাদনার জোয়ারে ভাসলেন ওলিম্পিকসে ব্রোঞ্জ জয়ী ভারতের হকি তারকারা। ফুল, মালা হাতে নায়কদের বরণের জন্য দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন ভক্তরা। হরমনপ্রীতরা গলায় পদক ঝুলিয়ে বেরতেই ঘটল আবেগের বিস্ফোরণ। বাজল ঢাক-ঢোল, উড়ে এল ফুল। তেরঙা উত্তরীয় গলায় গ্রুপ ফটো তোলা হল খেলোয়াড়দের। তাঁদের কেউ কেউ তো আনন্দে একচোট নেচেও নিলেন। তারপর মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে নিয়ে আসা হয় নায়কদের। সেখানে ধ্যানচাঁদের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানালেন হকিতে টানা দুই ওলিম্পিকসে পদকজয়ীরা। 
তবে ব্রোঞ্জ জেতা দলের সব সদস্য দেশে ফেরেননি। শ্রীজেশ যেমন রয়ে গিয়েছেন প্যারিসেই। ওলিম্পিকসের সমাপ্তি অনুষ্ঠানে মানু ভাকেরের সঙ্গে যুগ্মভাবে পতাকা বহন করবেন সদ্য অবসর নেওয়া এই তারকা গোলকিপার। শ্রীজেশ ছাড়াও গেমস ভিলেজে রয়েছেন অমিত রোহিদাস, রাজ কুমার পাল, অভিষেক, সুখজিৎ সিং ও সঞ্জয়। সমাপ্তি অনুষ্ঠানের পর একসঙ্গে দেশে ফিরবেন তাঁরা। 
শ্রীজেশের অনুপস্থিতিতে বিমানবন্দরে সবার নজরে ছিলেন অধিনায়ক হরমনপ্রীত। এবারের গেমসে ১০ গোল করে তিনিই সর্বাধিক গোলদাতা। ব্রোঞ্জ পাওয়ার ম্যাচেও দু’গোল রয়েছে তাঁর। আবেগাপ্লুত ক্যাপ্টেন বলেন, ‘আমরা সবরকম সাহায্য পেয়েছি। যাবতীয় চাহিদা মেটানো হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি হৃদয় থেকে। সমর্থকরা যেভাবে আমাদের অভ্যর্থনার জন্য হাজির হয়েছেন, তাতে মন ভরে গিয়েছে। আমরা ওলিম্পিকসের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখিনি। গোটা দেশকে আনন্দে মেতে উঠতে দেখে তাই খুব খুশি।’
প্যারিসে মানসিকভাবে শক্তপোক্ত দেখিয়েছে হকি দলকে। কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের বিরুদ্ধে ১০ জনে খেলেও হাল ছাড়েনি ভারত। মানসিক কাঠিন্যর জন্য মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটনকে কৃতিত্ব দিয়েছেন হরমনপ্রীত। তিন দিনের বুট ক্যাম্পে সুইস অভিযাত্রী মাইক হর্নকে এনেছিলেন আপটন। সেই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেছেন, ‘আমাদের দল মানসিকভাবে অবশ্যই শক্তিশালী। আমরা সংঘবদ্ধ। প্রতিকূল পরিস্থিতিতেও একে অন্যকে উদ্বুদ্ধ করেছি সকলে। এতে আপটনের বড় ভূমিকা রয়েছে। ওলিম্পিকসের আগে হর্নের সঙ্গে শিবিরও আমাদের একতা বাড়িয়েছে।’ উল্লেখ্য, এর আগে ২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সঙ্গেও যুক্ত ছিলেন আপটন।
শ্রীজেশকে অবসর না নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন হরমনপ্রীত। কিন্তু তাতে কাজ হয়নি। হরমনপ্রীত বলেছেন, ‘শ্রীজেশের সঙ্গে আমার সম্পর্ক ভাইয়ের মতো। দীর্ঘদিন একসঙ্গে খেলেছি আমরা। আরও কয়েক বছর ও খেলা চালিয়ে যাক, এটাই চেয়েছিলাম। তবে শেষ পর্যন্ত এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। ভারতীয় হকির ও কিংবদন্তি। জুনিয়র দলের কোচ হিসেবে ওর উপস্থিতি কাজে আসবে।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা