খেলা

হকির পুনরুত্থানের শরিক হয়ে গর্বিত

পিআর শ্রীজেশ: জাতীয় দলের জার্সিতে দুই দশকের পথ চলা শেষ হল। এই দীর্ঘ সময়কালে টিম ইন্ডিয়ার ড্রেসিং-রুম হয়ে উঠেছিল আমার ঘরবাড়ি। তাই বিদায়লগ্নে আমি আবেগতাড়িত। তবে এর চেয়ে সুখের অবসর আর কী-ই বা হতে পারত! ওলিম্পিকসের পদক গলায় ঝুলিয়ে আলবিদা জানানোর সুযোগ কতজন খেলোয়াড় পায়! সত্যিই আমি ধন্য। এমন চমৎকার বিদায়ী উপহারের জন্য সতীর্থদের কাছে ঋণী থাকব। সবচেয়ে বেশি ভালো লাগছে এটা ভেবে যে, ভারতীয় হকির পুনরুত্থানের শরিক হতে পেরেছি।
স্টিক তুলে রাখলেও দেশের প্রতি দায়িত্ব ভুলে যাব না। এই খেলার জন্যই আজ আমি এখানে পৌঁছতে পেরেছি। এবার কিছু ফিরিয়ে দিতে চাই। দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সোনালি অতীত ফিরিয়ে আনার লক্ষ্য সামনে রেখে এগিয়ে চলেছি আমরা। সামনে উজ্জ্বল হাতছানি। ওলিম্পিক হকিতে চার দশকের পদক খরা কেটেছিল টোকিওতে। এবার ব্রোঞ্জ এল প্যারিসেও। টানা দু’টি গেমসে পদক জয় সেই ঘুরে দাঁড়ানোর বার্তাকেই সুপ্রতিষ্ঠিত করল। দেশে প্রতিভার অভাব নেই। পরিকাঠামো এবং সুযোগ সুবিধারও উল্লেখ্যযোগ্য উন্নতি হয়েছে গত কয়েক বছরে। তার সুফল পেয়েছি আমরা। বিশ্বের বৃহত্তম ক্রীড়ামঞ্চে শুধুমাত্র স্কিল নয়, মানসিক দৃঢ়তারও নিদর্শন রেখেছি আমরা। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ৪১ মিনিট ১০ জনে খেলেও জয় তুলে নেওয়াই তার জ্বলন্ত উদাহারণ। নিজেদের দক্ষতার উপর একশো শতাংশ বিশ্বাস না থাকলে এটা সম্ভব নয়। এই ধারা বজায় রাখতে হবে। পাশাপাশি কৃতিত্ব দেব কোচ ক্রেগ ফুলটনকে। খুবই কম সময়ে দলটাকে এক সুতোয় বাঁধতে সক্ষম হয়েছেন তিনি। খেলোয়াড়দের মধ্যে আশার সঞ্চার করেছেন নিপুণভাবে। দলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল ঘটানোর ক্ষেত্রেও পরিচয় রেখেছেন মুন্সিয়ানার। আমার বিশ্বাস, তাঁর অধীনে আরও অনেক উজ্জ্বল পারফরম্যান্স মেলে ধরবে টিম ইন্ডিয়া।
প্যারিস গেমসের সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা বহনের সুযোগ দেওয়া হচ্ছে আমাকে। মানু ভাকেরের সঙ্গে যুগ্মভাবে এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। জোড়া পদক জিতে ইতিহাস রচনা করেছে প্রতিভাবান এই শ্যুটার। ওর বয়স এখন মাত্র ২২। আগামী দিনে মানুর থেকে আরও অনেক পদকের আশায় থাকব।       (পিএমজি)
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা