খেলা

১০ ঘণ্টায় ৪.৬ কেজি ওজন কমান আমন

প্যারিস: একশো গ্রাম! কোথাও আতঙ্ক তো কোথাও স্বস্তি। ইভেন্টের নির্দিষ্ট ওজন থেকে একশো গ্রাম বেশি ছিলেন ভিনেশ ফোগাট। সেজন্যই ‘ডিসকোয়ালিফাই’ ঘোষণা করা হয় তাঁকে। ফাইনালে উঠেও এর চেয়ে নির্মম স্বপ্নভঙ্গ আর কী হতে পারে!
চলতি ওলিম্পিকসে কুস্তির ম্যাটে নির্ধারিত ক্যাটাগরির চেয়ে আচমকা ওজন বেড়ে যাওয়ায় ভিনেশের মতোই কপাল পুড়তে পারত আর এক ভারতীয় কুস্তিগির আমন শেরাওয়াতের। কিন্তু রাতভর না ঘুমিয়ে ঘণ্টা দশেকের কঠোর পরিশ্রমে কোনওক্রমে উতরে যান তিনি। মাত্র ১০ ঘণ্টায় ৪.৬ কেজি ওজন কমিয়ে ফেলেন ২১ বছরের তরুণ। ফলে পুরুষদের ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জের লড়াইয়ে নামতে অসুবিধা হয়নি আমনের। ওলিম্পিকসের ইতিহাসে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে তাঁর পদকজয় সেজন্যই বিশেষ তাৎপর্যপূর্ণ।
সেমি-ফাইনালে জেতার পর ২.৭ কেজি ওজন বেড়ে গিয়েছিল ভিনেশের। তা অনেকটাই কমিয়ে আনলেও আটকে যায় মাত্র ১০০ গ্রামের জন্য। আমনের ক্ষেত্রে শেষ চারের লড়াইয়ে পরাজয়ের পর ওজন দেখায় ৬১.৫ কেজি। অর্থাৎ নির্ধারিত পরিমাপের চেয়ে ৪.৫ কেজি বেশি। সন্ধ্যা সাড়ে ছ’টার সময় শেষ হয়েছিল বাউট। যুদ্ধকালীন তৎপরতায় তাঁকে পরের দিনের ব্রোঞ্জ পাওয়ার ম্যাচের জন্য তৈরি করতে লেগে যান দুই কোচ জগমন্দর সিং ও বীরেন্দর দাহিয়া। লড়াইয়ের দিন সকালে আমনের ওজন দেখায় ৫৬.৯ কেজি। অর্থাৎ, তাঁর ৫৭ কেজি বিভাগের থেকে ১০০ গ্রাম কম। তাতেই স্বস্তি ফেরে ভারতীয় শিবিরে।
কিন্তু কীভাবে হল এই অসাধ্যসাধন? জানা গিয়েছে, সেমি-ফাইনালের পরই দুই কোচের সঙ্গে ম্যাটে দেড় ঘণ্টা ঘাম ঝরান আমন। তারপর চলে ঘণ্টাখানেকের ‘হট-বাথ’ সেশন। রাত সাড়ে বারোটায় জিমে আসেন আমন। ট্রেডমিলে দৌড়ান টানা এক ঘণ্টা। ঘাম ঝরিয়ে ওজন কমানোই ছিল উদ্দেশ্য। আধঘণ্টা বিশ্রামের পর ৫ মিনিট করে পাঁচবার ‘সাওনা বাথ’ নেন তিনি। কিন্তু তারপরও ওজন দেখাচ্ছিল ৯০০ গ্রাম বেশি। অগত্যা শুরু ম্যাসাজ পর্ব। তারপর চলে হাল্কা জগিং। অবশেষে ১৫ মিনিট করে পাঁচবারের রানিং সেশন। ভোর সাড়ে চারটের সময় আমনের ওজন নেমে আসে ৫৬.৯ কেজিতে। এত পরিশ্রমের মাঝে সামান্য মধু মেশানো লেবুর জল ও কফি ছাড়া কিছুই খাননি ছত্রশালের কুস্তিগির। কোচ বীরেন্দর দাহিয়া বলেন, ‘কুস্তিতে ওজন কমানো রুটিন ব্যাপার। তবে ভিনেশের ঘটনায় আমরা টেনশনে পড়ে গিয়েছিলাম। আর একটা পদক হাত থেকে ফস্কে যাক, কিছুতেই চাইনি। সেজন্য সারা রাত একঘণ্টা অন্তর অন্তর ওজন পরীক্ষা করছিলাম আমনের। সারা রাত আমরা কেউ ঘুমোইনি।’
আমনের ওলিম্পিক পোডিয়ামে পৌঁছনোর পথ মোটেই মসৃণ ছিল না। ছেলেবেলায় বাবা-মাকে হারানোর পর ঠাকুরদার কাছেই মানুষ হন তিনি। প্যারিস গেমসে ভারতের ষষ্ঠ পদক নিশ্চিত করার পর ২১ বছর বয়সিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে ক্রীড়া মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অভিনব বিন্দ্রা, বজরং পুনিয়া, বীরেন্দ্র সেওয়াগরা গণমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তাঁকে। প্রধানমন্ত্রীর মতে, ‘আমনের সঙ্কল্প ও অধ্যবসায়ই এনেছে পদক। পুরো দেশ ওর জন্য গর্বিত।’ বিন্দ্রার কথায়, ‘যে বিনয় ও আভিজাত্য দেখিয়েছে আমন, তা যথার্থ চ্যাম্পিয়নের লক্ষণ। ব্রোঞ্জ পাওয়ার চেয়ে বড় কৃতিত্ব হল উন্নতির পথে থাকা। আমি তোমার জন্য গর্বিত।’ বজরং বলেছেন, ‘ওয়েল ডান আমন ভাই! তুমি দুর্দান্ত লড়েছ। ২০০৮ সাল থেকে ধরলে ওলিম্পিকসে ভারতীয় কুস্তিগিররা কখনও খালি হাতে ফেরেনি।’ আর সেওয়াগের মন্তব্য, ‘অভিন্দন আমন। পারিসে ব্রোঞ্জ জিতে তুমি দেশবাসীকে সম্মানিত করেছ।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা