খেলা

ইস্ট বেঙ্গলে খেলতে আর বাধা নেই আনোয়ারের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গলের দোরগোড়ায় আনোয়ার আলি। চায়ের কাপ ও ঠোঁটের ফারাক ক্রমশ কমছে। ইস্ট বেঙ্গলে খেলতে আর কোনও বাধা নেই পাঞ্জাবি ফুটবলারের। কারণ, শনিবার রাতেই প্রয়োজনীয় এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) পেলেন তিনি। অর্থাত্, নিয়ম অনুযায়ী আনোয়ার এখন দিল্লি এফসি’র ফুটবলার। রবিবার রাতেই তারকা ডিফেন্ডারকে নিয়ে কলকাতায় আসছেন রঞ্জিত বাজাজ। সূত্রের খবর, এর আগেই পাঁচ বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলে সই করেছেন আনোয়ার।
আগামী ১৩ সেপ্টেম্বর আইএসএলের জমকালো উদ্বোধন। শনিবার দেশের এক নম্বর ফুটবল টুর্নামেন্টের দিন ঘোষণা হতেই ফুটবলপ্রেমীদের চোখ চকচকে। তারমধ্যেই স্বস্তিতে জাতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার। তবে  আগামী ২২ আগস্ট ফের বৈঠক প্লেয়ার্স স্টেটাস কমিটির। সেদিনই ক্ষতিপূরণ বা নির্বাসন সংক্রান্ত বিষয় চূড়ান্ত হবে। কিন্তু এনওসি পাওয়ায় প্রাথমিক যুদ্ধে জিতল দিল্লি এফসি।
প্লেয়ার্স স্টেটাস কমিটির বৈঠক ঘিরে গত কয়েকদিন ধরেই হাইপ তৈরি হয়।  দিল্লি ছাড়া মোহন বাগান ও ইস্ট বেঙ্গলের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। নিজেদের পক্ষে যুক্তি দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্টও কমিটিতে পেশ করা হয়। সোশ্যাল সাইটে রঞ্জিত বাজাজ দাবি করেন, আনোয়ারের নির্বাসন চায় মোহন বাগান। এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘আমাদের প্রতিনিধি যথাস্থানে বক্তব্য জানিয়েছেন।’ শোনা যাচ্ছে ক্ষতিপূরণের অঙ্ক ও নির্বাসন নিয়ে এখনও দোটানায় সর্বভারতীয় ফুটবল সংস্থা। এদিকে, এফসি কাপে আগামী ১৪ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট  বেঙ্গলের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের আলতেফ আসের এফসি। তবে দিমিত্রিয়াসের চোট নিয়ে চিন্তায় লাল-হলুদ ব্রিগেড। শনিবারও অনুশীলনে অনুপস্থিত তিনি। এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে। পরিস্থিতি বুঝে রবিবার থেকে শহরের আরও তিনটি আউটলেটে টিকিট বিক্রি হবে। ইস্ট বেঙ্গল ক্লাব, ত্রিধারা সম্মিলনী ও রুবি মোড়ের কাছে কিয়স্কে মিলবে এএফসি ম্যাচের টিকিট। পাশাপাশি ১৩ আগস্ট প্রয়াত প্রাক্তন সচিব দীপক (পল্টু) দাসের ৮৫ তম জন্মবার্ষিকীতে জমকালো ক্রীড়াবিদবস পালন করবে ইস্ট বেঙ্গল। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা