খেলা

পিছল শুনানি, ভিনেশের ভাগ্য নির্ধারণ মঙ্গলবার

প্যারিস: ভিনেশ ফোগাট কি রুপো পাবেন? কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের রায়ের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। তবে বিষয়টি নিয়ে সতর্কতার সঙ্গে এগনোর পন্থা বেছে নিয়েছে ক্যাস। তাই শনিবারও সিদ্ধান্ত ঘোষণা করেনি ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত। প্রাথমিকভাবে রবিবার রায় ঘোষণার কথা বলা হয়েছিল। তবে ক্যাস জানিয়েছে, ভিনেশের ভাগ্য নির্ধারণ হবে ১৩ আগস্ট অর্থাত্ আগামী মঙ্গলবার। যদিও প্যারিসে রুপোজয়ী নীরজ চোপড়া মনে করছেন, ভিনেশ পদক না পেলেও, তাঁর কৃতিত্ব ছোট করার অবকাশ নেই। তারকা জ্যাভেলিন থ্রোয়ারের মন্তব্য, ‘আমরা সবাই প্রার্থনা করছি, ভিনেশ যেন রুপো পায়। কারণ, সেটা ওর প্রাপ্য। কিন্তু ক্রীড়া আদালতের রায় যদি তাঁর পক্ষে না’ও যায়, তাও প্যারিসে ওর কৃতিত্ব মানুষের ভোলা উচিত নয়। জানি গলায় ওলিম্পিকস পদকের না ঝোলানোর আক্ষেপ অবশ্য ভিনেশের সহজে মিটবে না।’
ওলিম্পিক ফাইনালে পৌঁছেও খালি হাতে ফেরাটা সত্যিই হৃদয়বিদারক। মাত্র ১০০ গ্রামের বেশি ওজন থাকায় তাঁকে ডিসকোয়ালিফায়েড করে ওলিম্পিক কমিটি। স্বাভাবিকভাবেই তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ভিনেশও ক্যাসে আবেদন করেন, যাতে যৌথভাবে তাঁকে রুপোর পদক দেওয়া হয়। শুক্রবার প্রায় তিন ঘণ্টা ভিনেশের মামলা শোনেন বিচারক অ্যানাবেল বেনেট। সেখানে ভারতীয় কুস্তিগিরের হয়ে লড়েন সিনিয়র আইনজীবী হরিশ সালভে। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের তরফে জানানো হয়েছিল, শুনানি হবে শনিবার। তবে এদিনও মামলার বিহিত হল না। ফলে আগামী মঙ্গলবার ক্যাসের রায়ের দিকে তাকিয়ে আপামর ভারতবাসী।
নিয়ম যাই বলুক না কেন মানবিকভাবে এই ঘটনা মেনে নিতে পারছেন না ওলিম্পিকসের অ্যাথলিটরাই। পুরুষদের ৫৭ কেজি বিভাগে সোনাজয়ী কুস্তিগির জাপানের রেই হিগুচি পর্যন্ত ভারতীয় ক্রীড়াবিদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘ভিনেশ, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। এখন কিছুদিন বিশ্রাম নাও। তারপর আবার কঠোর পরিশ্রম করে চূড়ান্ত সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাও।’ লন্ডন ওলিম্পিকসে সোনা জয়ী কুস্তিগির জর্ডন বুরোসও ভারতীয় তারকার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘অবিলম্বে নিয়ম পরিবর্তন করে ভিনেশকে রুপো দেওয়া হোক।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা