খেলা

জর্জের বাধা টপকাতে মরিয়া মোহন বাগান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে টানা দু’টি ম্যাচে পাঁচ গোল দিয়েছে মোহন বাগান। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী ডেগি কার্ডোজোর দল। রবিবার কল্যাণী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য সবুজ-মেরুন ব্রিগেডের। আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগে লিগ টেবিলের সাত নম্বরে রয়েছে জর্জ। দলে তারুণ্যের আধিপত্য। গোটা টিম দারুণ ছোটে। তাই রক্ষণ জমাট রাখাই বড় চ্যালেঞ্জ মোহন বাগানের। 
ঘরোয়া লিগে শুরুটা আশাপ্রদ না হলেও ক্রমশ ভালো খেলছে ডেগির দল। টালিগঞ্জের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক উপহার দেন সুহেল ভাট। কিন্তু তাঁকে ডুরান্ড কাপে খেলানোর ভাবনা রয়েছে সিনিয়র দলের কোচ হোসে মোলিনার। তাই রবিবার তাঁর সার্ভিস পাবে না মোহন বাগান। তবে রেলওয়ে এফসি’র বিরুদ্ধে হ্যাটট্রিক করা সালাউদ্দিন রয়েছেন। গোলের জন্য তাঁকে বাড়তি দায়িত্ব নিতে হবে। রেলকে বেলাইন করার দিন তাঁর গতি ও বল কন্ট্রোল বেশ নজর কেড়েছিল। এছাড়াও গোলের ছন্দে রয়েছেন সেরতো। মাঝমাঠে ভরসা জোগাচ্ছেন ফারদিন আলি। মূলত উইং-প্লেতেই আক্রমণ শানানোর রণকৌশল নিয়ে মাঠে নামবে সবুজ-মেরুন। সেক্ষেত্রে টাইসন সিংয়ের দিকে তাকিয়ে গোয়ানিজ কোচ। তবে চিন্তা রক্ষণ নিয়ে। চোট সারিয়ে দীপ্যেন্দু বিশ্বাসও গা ঘামাচ্ছেন জেসন কামিংসদের সঙ্গে। তাই সায়ন দাস, রাজ বাসফোররাই ভরসা থিঙ্কট্যাঙ্ককের। তৈরি রাখা হয়েছে সুমিত রাঠিকেও। শনিবার সকালে ঘরের মাঠে চূড়ান্ত প্রস্তুতিতে দীর্ঘক্ষণ ম্যাচ সিচুয়েশন অনুশীলন করলেন টংসিনরা। রক্ষণ জমাট রেখেই আক্রমণে ওঠার উপর জোর দিলেন কোচ ডেগি। সব শেষে সেটপিস অনুশীলনও হল। এদিন সিনিয়র দলের ছুটি থাকায় সুহেলরা গা ঘামালেন ডেভেলপমেন্ট দলের সঙ্গে।  
এদিকে, সিনিয়র দলের দ্বিতীয় গোলরক্ষক ধীরজ সিং দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে। অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। তবে চিকিৎসক জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। শুক্রবার মূল দলের সঙ্গে বেশ কিছুক্ষণ অনুশীলন করেছেন জেমি ম্যাকলারেন।  
 ম্যাচ শুরু দুপুর তিনটেয়। সরাসরি সম্প্রচার ২৪ ঘণ্টা চ্যানেলে।    
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা