খেলা

অনিশ্চিত ভবিষ্যৎ, বাংলাদেশের ফুটবল এখন গভীর অন্ধকারে, আবাহনীর ট্রফি রুমে অবাধ ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নয়ের দশকের প্রথম ভাগ। পদ্মাপাড়ের রুমি, মুন্না, আসলামের খেলা দেখতে উপচে পড়ত লাল-হলুদ গ্যালারি। অল্প সময়েই ভারতীয় ফুটবলের মক্কার মন জিতে নেন বাংলাদেশের ‘থ্রি মাস্কেটিয়ার্স।’ ঘরোয়া লিগ জেতার আনন্দে ফেন্সিং টপকে মুন্নাকে জোড়া ইলিশ উপহার দেন এক ইস্ট বেঙ্গল সমর্থক। ঘেরা মাঠের গ্যালারিতে কান পাতলেই শোনা যায় এমনই নানা গল্প। ওপার বাংলার গোলাম গাউস, কাইজার হামিদরাও দাপট দেখিয়েছেন গড়ের মাঠে। সমর্থকদের আবেগ আর হৃদয়ের উষ্ণতায় উধাও কাঁটাতারের ব্যবধান। কলকাতার তিন প্রধানকে বারবার কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আবাহনী ক্রীড়াচক্র, ঢাকা মোহামেডান কিংবা ব্রাদার্স ইউনিয়ন। তেল চকচকে নধর ইলিশের মতো পদ্মাপারের ফুটবলও কম আকর্ষণীয় নয়।  মুন্না, আসলামের সোনার বাংলায় সেই ফুটবলই এখন বিশ বাঁও জলে। হিংসা আর দাঙ্গার আগুনে বিপর্যস্ত জনজীবন। আবাহনী, শেখ রাসেলের মতো নামী ক্লাবে তালা পড়ার জোগাড়। 
জামাতের দাপাদাপিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ঐতিহ্যশালী আবাহনী ক্রীড়াচক্র। ট্রফি ক্যাবিনেট ভেঙে খানখান। লুঠ হয়েছে মুন্নাদের যাবতীয় স্মৃতিচিহ্ন। প্রাক্তন ফুটবলার আসলামের গলায় একরাশ আতঙ্ক। মুঠোফোনে কোনওরকমে জানালেন, ‘সব শেষ দাদা। ওরা সব লুটে নিয়েছে। সারারাত ঘুমোতে পারিনি। মানসিক যন্ত্রণা কুরে কুরে খাচ্ছে। খেলার মাঠে ঘাম, রক্ত ঝরানোর পুরস্কার পেলাম।’...কান্নায় বুজে আসে তাঁর স্বর। আসলে বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের গড়া ক্লাবের বেশিরভাগ কর্তা আওয়ামী লিগের সঙ্গে জড়িত। আপাতত গা ঢাকা দিয়েছেন তাঁরা। কী করে দল গড়বে আবাহনী? ফান্ডিংও অথৈ জলে। জনশূন্য তাঁবুতে শুধুই রিক্ততা। শেখ জামাল ধানমান্ডি ক্লাবেও এক দশা। বঙ্গবন্ধুর বড় ছেলে জামালের নামে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়। অতীতে শেখ জামালের হয়ে কলকাতায় আইএফএ শিল্ড খেলে গিয়েছেন সোনি নর্ডি, ওয়েডসনরা। সূত্রের খবর, বসুন্ধরা গ্রুপ এই ক্লাবের অন্যতম ইনভেস্টর। পরিস্থিতির চাপে তারাও হাত গোটাতে ব্যস্ত। ক্রীড়াচক্র, চটগ্রাম আবাহনীর শীর্ষকর্তারা পলাতক। দল গড়া তো দূর অস্ত। 
বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও চরম অব্যবস্থা। প্রবল চাপে ফেডারেশনের সভাপতি কাজি সালাউদ্দিন। যে কোনও সময়ে তাঁর পদত্যাগের সম্ভাবনা। সহ-সভাপতি প্রাক্তন ফুটবলার আব্দুস সালাম মুর্শিদ বীতশ্রদ্ধ। ইতিমধ্যেই দায়িত্ব ছেড়েছেন তিনি। অনিশ্চিত ভবিষ্যতের সামনে অসহায় ফুটবলাররা। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নিয়েছেন আসলামের মতো কতিপয় প্রাক্তন। কিন্তু তাঁদের কাতর অনুরোধ শুনবে কে? 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা