খেলা

দুরন্ত তালাল, ডুরান্ডে দ্বিতীয় জয় ইস্ট বেঙ্গলের

ইস্ট বেঙ্গল- ৩                                   :                       ডাউনটাউন হিরোজ- ১
(তালাল, ক্রেসপো-পেনাল্টি, জেসিন)                                         (আফরিন)

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে গোল না পেলেও অভিষেকেই নজর কেড়েছিলেন মাদি তালাল। বুধবার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে ফ্রি-কিক থেকে দুরন্ত লক্ষ্যভেদে ভরসা জোগালেন লাল-হলুদের এই ফরাসি মিডিও। পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন সাউল ক্রেসপো ও জেসিন টিকে। ৩-১ ব্যবধানে সহজ জয়ের দিনে রক্ষণের পারফরম্যান্স চিন্তায় রাখবে লাল-হলুদ কোচকে। ডাউনটাউন হিরোজের গোলদাতা আফরিন পারে। আগামী ১৪ আগস্ট এসিএল-টু’এর ম্যাচে মাঠে নামবে ইস্ট বেঙ্গল। তারপরই ডুরান্ড কাপের ডার্বি। তার আগে রক্ষণের দুর্বলতা ঢাকাই লক্ষ্য থাকবে লাল-হলুদ কোচের।
গত ম্যাচের প্রথম একাদশে এদিন একটি পরিবর্তন আনেন কোচ কুয়াদ্রাত। জিকসনের পরিবর্তে দলে আসেন বিষ্ণু। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক স্ট্র্যাটেজিতে প্রতিপক্ষ রক্ষণে চাপ বজায় রেখেছিলেন সাউল-তালালরা। প্রথম গোলের জন্য অবশ্য ২৩ মিনিট অপেক্ষা করতে হয় ইস্ট বেঙ্গলকে। প্রতিপক্ষ বক্সের ঠিক বাইরে মাদি তালালকে ফাউল করেন ডাউনটাউন হিরোজ ডিফেন্ডার রিধা। ফ্রি-কিক থেকে ডানপায়ের শটে জাল কাঁপান তালাল (১-০)।
গত ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছিল ইস্ট বেঙ্গল। এদিনও দুর্গ অক্ষত রাখতে ব্যর্থ কুয়াদ্রাত ব্রিগেড। ৩০ মিনিট থেকে ডানপ্রান্ত থেকে ভাসানো বলে ব্যাকহেডে বিপন্মুক্ত করতে ব্যর্থ হন হিজাজি। পাল্টা বল ক্লিয়ার করতে গিয়ে রাকিপের শট আফরিনের গায়ে লেগে জালে জড়ায় (১-১)। মিনিট তিনেক পরে বক্সের মধ্যে বিষ্ণুকে ফাউল করায় পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে বল জালে জড়ান সাউল ক্রেসপো (২-১)। বিরতির পর ব্যবধান বাড়ানোর লক্ষ্যে রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে নিলেন লাল-হলুদ কোচ। ৫৮ মিনিটে হিজাজি সহজ সুযোগ নষ্ট করেন। খেলায় গতি বাড়াতে মহেশের পরিবর্তে আজাদ সাহিমকে মাঠে নামান লাল-হলুদ কোচ। ৭৯ মিনিটে তরুণ এই মিডিওকে ফাউল করে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডাউনটাউনের জাহিদ ইউসুফ। আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান জেসিন টিকে (৩-১)। গোলের পর ওয়েনাড়ে ধস বিপর্যয়ে আক্রান্ত কেরলবাসীর পাশে দাঁড়ানোর বার্তা দেন এই তরুণ স্ট্রাইকার।
ইস্ট বেঙ্গল: প্রভসুখন, রাকিপ,লালচুংনুঙ্গা, হিজাজি, মার্ক (গুরসিমরৎ), শৌভিক, বিষ্ণু (আমন), ক্রেসপো, তালাল (তন্ময়), মহেশ (আজাদ) ও ডেভিড (জেসিন)।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা