খেলা

প্যারিস ওলিম্পিকসে স্বপ্নভঙ্গ ভিনেশ ফোগাটের, ওজন বিতর্কে ছিটকে গেলেন ভারতীয় কুস্তিগির  

প্যারিস, ৭ আগস্ট: সোনা কিংবা রুপো কোনওটাই জেতা হল না। প্যারিস ওলিম্পিকসে স্বপ্নভঙ্গ ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাটের। ওজন বিতর্কে ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছেন তিনি। যার ফলে আজ, বুধবার মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে খেলতে পারবেন না ভিনেশ। তাঁর ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় ছিটকে গিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। গতকাল, মঙ্গলবার কিউবার কুস্তিগির গুজম্যান লোপেজকে হারিয়ে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে ওঠেন ভিনেশ। সঙ্গে করেন রেকর্ডও। প্রথম কোনও ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে ওলিম্পিকস ফাইনালে ওঠেন তিনি। আজ, বুধবার ওই বিভাগের ফাইনালে খেলার কথা ছিল তাঁর। সেই কারণেই এদিন সকালে ওজন মাপা হয় ভিনেশের। তখনই দেখা যায় ১০০ গ্রাম ওজন বেশি রয়েছে তাঁর। যার ফলে ভিনেশ ডিসকোয়ালিফাই হয়ে যান। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্কের সৃষ্টি হয়েছে।
গতকাল, মঙ্গলবার গুজম্যান লোপেজকে হারিয়ে কুস্তিতে রুপোর পদক নিশ্চিত করেছিলেন ভিনেশ। কিন্তু ওজন বিতর্কে সেই পদকও পাবেন না তিনি, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। ভিনেশ মূলত ৫৩ কেজি বিভাগে অংশগ্রহণ করেন। কিন্তু যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রাক্তন কুস্তি কর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দিল্লির রাস্তায় আন্দোলন করতে গিয়ে ৫৩ কেজির ট্রায়ালে যেতেই পারেননি তিনি। তাঁর বদলে ওলিম্পিকসে ৫৩ কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেন অন্তিম পাঙ্ঘাল। যদিও কুস্তি ফেডারেশনের তরফে ভিনেশকে বলা হয়েছিল, তিনি যদি ট্রায়ালে পাঙ্ঘালকে হারাতে পারেন, তা হলে তাঁকে ৫৩ কেজির বিভাগে নামতে দেওয়া হবে। কিন্তু ট্রায়ালে ভিনেশ হেরে যান। যার ফলে চলতি ওলিম্পিকসে ৫০ কেজি বিভাগেই অংশগ্রহণ করতে হয় তাঁকে। যার জন্য কঠিন ডায়েটও ফলো করেন ভিনেশ। ওলিম্পিকসে মহিলাদের ৫০ কেজি বিভাগে খেলতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। লোপেজের আগে গত বারের সোনাজয়ী ইউ সুসাকিকে প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন ভিনেশ। পরের ম্যাচে ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু ওজন বিতর্কে আর ফাইনাল খেলা হল না তাঁর। সূত্রের খবর, প্যারিসেই জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভিনেশ। ডিহাইড্রেশনের জন্যই অসুস্থ হয়ে পড়েন তিনি। এদিকে ভিনেশের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ভিনেশ তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। তুমি দেশের গর্ব এবং প্রত্যেক দেশবাসীর অনুপ্রেরণা। আজকের এই বিপর্যয় সত্যিই হৃদয়বিদারক। আরও শক্তিশালী হয়ে ফিরে এসো। আমরা তোমার পাশে রয়েছি।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ ও দেবদর্শনে আত্মিক শান্তি। প্রেম-প্রণয়ে বিয়োগ যোগ। কর্মে কমবেশি উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা