খেলা

রাজনীতির জবাব ওলিম্পিকসে, ফাইনালে ফোগাট

প্যারিস: উল্টোদিকে জাপানের ইউ সুসাকি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। গত ওলিম্পিকসের সোনাজয়ী। তিনি নাকি হারেন-ই না। কিন্তু হরিয়ানার বেটি তো অসাধ্য সাধনে ব্রতী। কারণ, কুস্তির ম্যাটে তাঁর প্রতিদ্বন্দ্বী শুধুই সুসাকি, লিভাচ কিংবা গুজম্যান নন, একবুক অভিমানের যন্ত্রণাও। তাই তো ম্যাচ জিতে আবেগ চেপে রাখতে পারেননি ভিনেশ ফোগাট। ম্যাটের একপ্রান্তে গিয়ে তাঁর লাফ কিংবা শুয়ে পড়ে সিংহীর মতো আচমকা গর্জনের ভাষা কি পড়তে পারলেন সমালোচকরা? এখন তিনি বলতেই পারেন, ‘আমিই পারি...।’ পরিসংখ্যান বলছে, প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে ভিনেশই ফাইনালে উঠলেন। রুপো তাঁর নিশ্চিত। এবার দেখা যাক বুধবার পদকের রং তিনি সোনালিতে বদলাতে পারেন কি না। 
সেমি-ফাইনালে ভিনেশের সামনে ছিলেন কিউবার গুজম্যান। ভারতীয় কুস্তিগিরের পরনে কমলা পোশাক। ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ভিনেশ। জিতলেনও সহজভাবে। ম্যাচের ফল তাঁর পক্ষে ৫-০। বিন্যস্ত রক্ষণ এবং অতর্কিত আক্রমণই তাঁকে ফাইনালে পৌঁছে দিল। 
কিন্তু ভারতীয় কুস্তিগিরের এই সাফল্যের অন্তরালে রয়েছে অসম্ভব লড়াই। ভিনেশই সেই মহিলা, কয়েক মাস আগেও রাত কাটিয়েছেন রাজপথে। জাতীয় ক্যাম্পে কুস্তিগিরদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে বিজেপির তৎকালীন সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই আন্দোলনে নামেন ভিনেশরা। তাই হতে হয় রাজরোষের শিকার। সতীর্থদের সুবিচারের দাবি নীরবে, নিভৃতে কাঁদছিল। ধর্নামঞ্চে ভিনেশদের হেনস্তার কথা হয়তো কালের নিয়মে অনেকে ভুলে গিয়েছেন। কিন্তু ব্রিজভূষণ শরণ সিং এবং দিল্লি পুলিসের সেই বর্বর আচরণই ভিনেশকে মানসিকভাবে আরও শক্ত করে তোলে। তাই তো তাঁর এই সাফল্যের শরিক হয়েছেন কুস্তিগিররা। থুড়ি, শুধুই তাঁরা নন, ভারতের অবহেলিত, নিপীড়িত মহিলাদেরও প্রতীক এখন ভিনেশ। তাই তো বজরং পুনিয়ার টুইট, ‘ওলিম্পিকসের একের পর এক লড়াই জিতছে যে, সেই দেশের রাজশক্তির কাছে পরাজিত।’ মুখ খুলেছেন নীরজও, ‘অসাধারণ, সুসাকিকে হারানোর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে উপযুক্ত জবাব ওর এই সাফল্য। ভিনেশকে অফুরান শুভেচ্ছা।’ মঙ্গলবার ভিনেশকে জয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে নয়াদিল্লিতে হেনস্তার কথাও স্মরণ করিয়েছেন কুস্তিগির সাক্ষী মালিক। বলেন, ‘আমাদের লড়াইয়ে যাঁরা পাশে ছিলেন, এই জয় তাঁদেরও।’ ফোগাটকে অভিনন্দন জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন তিনি। তাঁর মন্তব্য, ‘চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় গুণ হল, তাঁরা মাঠেই সমস্ত বঞ্চনার জবাব দেন। অনেক শুভেচ্ছা ভিনেশ। প্যারিসের আপনার সাফল্যের শব্দ, দিল্লি থেকে স্পষ্ট শোনা যাচ্ছে।’
মঙ্গলবার মহিলাদের ফ্রিস্টাইল কুস্তিতে (৫০ কেজি বিভাগ) শেষ ষোলোয় জাপানের সুসাকি এবং কোয়ার্টার-ফাইনালে ইউক্রেনের লিভাচকে বশ মানান ভিনেশ। এই দু’জনের বিরুদ্ধে নামার আগেই নির্লিপ্ত ছিলেন তিনি। জাপানি প্রতিপক্ষের বিরুদ্ধে রক্ষণাত্মক স্ট্র্যাটেজি ছিল তাঁর অবলম্বন। কিন্তু সুযোগ বুঝেই আক্রমণে ঝাঁপান ভারতীয় কুস্তিগির। আর শেষ পর্যন্ত জেতেন ৩-২ ব্যবধানে। এই জয়ের পর আর পিছনে তাকানোর কথা নয় ভিনেশের। শেষ আটে ইউক্রেনের লিভাচকে তিনি বশ মানান ৭-৫ ফলে। গোটা দেশ এখন ২৯ বয়সি কুস্তিগিরের দিকে তাকিয়ে। কায়মনোবাক্যে প্রার্থনা করছেন সোনার। কিন্তু গত বছরের এই আগস্টের ঘটনা কি ভুলে যাওয়া সম্ভব? ধর্নামঞ্চের সামনে এক ‘ভক্ত’ ভিনেশের হাত থেকে কেড়ে নিয়েছিলেন জাতীয় পতাকা। কিন্তু সময়ের কী মোক্ষম জবাব! আজ সেই ভিনেশের হাতেই শোভা পাচ্ছে ত্রিবর্ণরঞ্জিত পতাকা। 
ব্রিজভূষণ শরণ সিং দেখতে পাচ্ছেন তো? 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা