খেলা

তিরন্দাজিতে প্রত্যাশা জাগিয়েও ব্যর্থ দীপিকা

প্যারিস: মোক্ষম সময়ে ফের চাপের শিকার হলেন দীপিকা কুমারী। শনিবার মহিলাদের তিরন্দাজির ব্যক্তিগত বিভাগে আশা জাগিয়েও শেষ আট থেকে বিদায় নিলেন ভারতের অভিজ্ঞ তারকা। দক্ষিণ কোরিয়ার সুহিয়ন নামের বিরুদ্ধে এগিয়ে থেকেও ৬-৪ ব্যবধানে হারলেন তিনি। তাঁর আগে ছিটকে যান ভজন কাউর। মিক্সড ইভেন্টেও জুটল শুধুই হতাশা। সবমিলিয়ে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে ছয় ভারতীয় তিরন্দাজকে। ওলিম্পিকসের আগে প্রতিবারই দীপিকা-তরুণদের নিয়ে প্রবল প্রত্যাশা তৈরি হয়। কিন্তু সাফল্যের হদিস মেলে না। বছরের অধিকাংশ সময় বিদেশে প্রস্তুতি নেন তারকা আর্চাররা। বিদেশি কোচের জন্য কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট। অথচ প্রাপ্তির ভাঁড়ারে রিক্ততা ছাড়া কিছুই নেই। এমনকী, কেরিয়ারের বিদায়বেলায় দীপিকাও হতাশ করলেন। চাপের মুখে প্রতিপক্ষের তির বিঁধল বুলস আইতে। দীপিকা সেখানে বেশ পিছিয়ে। লিম্বারাম থেকে আজকের দীপিকা কিংবা ভজন কাউর— ব্যর্থতার ট্র্যাডিসন অব্যাহত। ম্যাচের পর দীপিকার মন্তব্য, ‘এই হার কোনওমতেই মানা যাচ্ছে না। ভালো শুরু করেও মাঝপথে ছন্দ নষ্ট হয়েছে।’ কোচ পূর্ণিমা মাহাতো অত্যন্ত হতাশ। তাঁর মন্তব্য, ‘ওলিম্পিকসে সাফল্য পেতে ইস্পাত কঠিন নার্ভ প্রয়োজন। আসল সমস্যা লুকিয়ে মানসিকতায়। মনে হচ্ছে, ম্যাচের আগেই চাপে পড়ে যাচ্ছে আমাদের তিরন্দাজরা।’ 
তিরন্দাজির পাশাপাশি বক্সিংয়েও হতাশার দিন ভারতের। পুরুষদের ৭১ কেজি বিভাগে শেষ আটের লড়াই থেকে ছিটকে গেলেন নিশান্ত দেব। প্রথম দু’টি রাউন্ডে এগিয়ে থেকেও মার্কো ভেডের কাছে বশ মানলেন তিনি। ব্যর্থতা ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও । শট পাটে তেজিন্দার তুর হিটেই ছিটকে গিয়েছেন। মহিলাদের পাঁচ হাজার মিটার দৌড়ে পারুল চৌধুরী ও অঙ্কিতা ধেওয়ান ব্যর্থ হয়েছেন। সেইলিংয়ে পুরুষ ও মহিলা বিভাগেও সেই একই ছবি। বিষ্ণু সার্ভানন ও নেত্রা কুমানন প্রাথমিক পর্বেই বিদায় নেন। সবমিলিয়ে, প্যারিস গেমসের পদক তালিকায় ভারতের অবস্থান পঞ্চাশের আশেপাশে। তিনটি ব্রোঞ্জই এসেছে শ্যুটিং থেকে। গতবারের  পদক সংখ্যা  ছাপিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা