খেলা

শক্তিশালী হয়ে ফেরার বার্তা মানুর

প্যারিস: ম্যাচের একটা সময় দক্ষিণ কোরিয়ার জিন ইয়াংয়ের থেকে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে ছিলেন তিনি। কিন্তু অষ্টম সিরিজে তিনটি শট লক্ষ্যভ্রষ্ট হতেই দ্বিতীয় স্থান থেকে চার নম্বরে নামলেন মানু ভাকের। তাই লড়তে হল ব্রোঞ্জের লড়াই। কিন্তু সেখানেও ব্যর্থতা। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে চার নম্বরে শেষ করলেন এই ভারতীয় শ্যুটার। টাই-ব্রেকারে হাঙ্গেরির ভেরোনিকা মেজরের কাছে হার মানলেন মানু। এই পর্বে পাঁচটি শটের মধ্যে তিনটিতে লক্ষ্যভেদে ব্যর্থ হন তিনি। তাই প্যারিস গেমসে জোড়া পদকেই থামতে হল তাঁকে। উল্লেখ্য, ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জয়ের পাশাপাশি এই বিভাগের মিক্সড ইভেন্টে সরবজ্যোৎ সিংয়ের সঙ্গে ব্রোঞ্জ পেয়েছিলেন ২২ বছর বয়সি এই তরুণী শ্যুটার। তবে ওলিম্পিকসের আসরে পদক জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন অধরাই রইল তাঁর। মানু অবশ্য আগামীতে আরও ভালো ফলের প্রত্যয় নিয়েই দেশে ফিরছেন।
চলতি প্যারিস গেমসে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে তিনটি ব্রোঞ্জ। তার মধ্যে মানুই জিতেছেন দু’টি। তবে শনিবার পদকের রং বদলের লক্ষ্যেই মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে নেমেছিলেন তিনি। উল্লেখ্য, শুক্রবার বাছাই পর্বে দ্বিতীয় স্থানে থেকেই ফাইনালের টিকিট নিশ্চিত করেন মানু। তাই তাঁকে ঘিরে দেশবাসীর প্রত্যাশা ছিল অনেক। শুরুটাও দারুণ করেন তিনি। সোনার লক্ষ্যে এগিয়ে চলা শীর্ষস্থানাধিকারী ইয়াংকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। একটা সময় মনে হয়েছিল, মানুর হাত ধরেই আসতে চলেছে এবারের ওলিম্পিকসে প্রথম রুপো। তখনই মনঃসংযোগ হারান তিনি। অষ্টম সিরিজে তিনটি শট মিস হতেই চার নম্বরে নেমে যেতে হয় তাঁকে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি। এই হার প্রসঙ্গে মানু জানান, ‘ব্যর্থতা থেকে অনেক কিছু শেখার রয়েছে, যা আগামী দিনে আমায় আরও নিখুঁত ও শক্তিশালী হয়ে ফিরতে সাহায্য করবে।’ সঙ্গে যোগ করলেন, ‘আগের দু’টি ইভেন্টে পদক জেতায় ফাইনালে আমার উপর প্রত্যাশা ছিল অনেক। তবে তৃতীয় পদকের কথা ভেবে আমি খেলতে নামিনি। ট্রিগারে হাত দিয়ে সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি। তবে স্নায়ুকে এদিন বশ মানাতে পারিনি।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা