খেলা

কঠিন বাধা টপকে ফাইনালে চোখ লক্ষ্যর

প্যারিস: ওলিম্পিকস মঞ্চে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন লক্ষ্য সেন। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র সেমি-ফাইনালে ভারতীয় তরুণ। তবে লক্ষ্যের ‘লক্ষ্যপূরণ’ এখনও বাকি। প্যারিস থেকে পদক নিয়ে না ফিরতে পারলে এই সব ইতিহাস ক’দিন পর ফিকে পড়ে যাবে। তাই রবিবার সেমি-ফাইনালে জান লড়িয়ে দিতে তৈরি লক্ষ্য। কিন্তু চিন্তা একটাই, প্রতিপক্ষের নাম ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন! তাঁর অভিধানে হার শব্দটা দূরবীন দিয়ে খুঁজতে হয়। বলাই বাহুল্য, রবিবাসরীয় সেমি-ফাইনালে লক্ষ্য সেনের সামনে অ্যাসিড টেস্ট।
ডেনমার্কের ৩০ বছর বয়সি অ্যাক্সেলসেনের ঝুলিতে রয়েছে টোকিও ওলিম্পিকস সোনা, রিও ব্রোঞ্জ, দু’বারের বিশ্বচ্যাম্পিয়নের পাশাপাশি একগুচ্ছ বিএফডব্লু ওয়ার্ল্ড ট্যুর, সুপারসিরিজ টাইটেল। হেড টু হেডেও লক্ষ্যর থেকে এগিয়ে বিশ্বের দু’নম্বর শাটলার। মুখোমুখি সাক্ষাতে এখনও পর্যন্ত অ্যাক্সেলসেন সাতবার ও লক্ষ্য একবার জিতেছেন। ২০২২ অল ইংল্যান্ড ফাইনালেও ড্যানিশ তারকার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় তরুণের। তবে চলতি বছরে মাত্র একটি খেতাব জিতেছেন অ্যাক্সেলসেন। গত জুনে গোড়ালির চোট ভুগিয়েছে তাঁকে। সেই সুযোগ কাজে লাগিয়ে রবিবার মেগা মঞ্চে অ্যাক্সেলসেনকে হারিয়ে বদলা নিতে চান লক্ষ্য। আর চলতি ওলিম্পিকস আসরে নিজের থেকে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে ২২ বছর বয়সি ভারতীয় তরুণের। কোয়ার্টার-ফাইনালে বিশ্বের এগারো নম্বর চৌ তিয়েন চেনের বিরুদ্ধে প্রথম গেমে হেরেও দুরন্ত কামব্যাকে বাজিমাত করেন তিনি। তবে রবিবার অ্যাক্সেলসেনকে হারাতে নিজেকে ছাপিয়ে যেতে হবে লক্ষ্যকে। ২০২২ সালে জার্মান ওপেনে যেভাবে ড্যানিশ তারকাকে হারিয়েছিলেন। আসলে ৬ ফুট ৪ ইঞ্চির অ্যাক্সেলসেনের বড় অ্যাডভান্টেজ উচ্চতা। তাঁর বুলেট গতির স্ম্যাশ সামলানো মুখের কথা নয়। তবে লক্ষ্যর ডিফেন্সও ভালো। তাই প্রতিপক্ষকে পরিকল্পনামাফিক হারানোর ছক কষছেন তিনি। ভারতীয় তরুণের মন্তব্য, ‘আসল লড়াই তো এবার শুরু। সেমি-ফাইনালে সেরাটা মেলে ধরতে আমি তৈরি।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা