খেলা

শেষ আটে আজ ব্রিটেনকে হারাতে মরিয়া হরমনপ্রীতরা

প্যারিস: জয় সবসময় বাড়তি আত্মবিশ্বাস জোগায়। দীর্ঘ ৫২ বছর পর ওলিম্পিকসে অস্ট্রেলিয়াকে হারিয়ে কার্যত ফুটছেন হরমনপ্রীতরা। হকিতে শেষ আটের লড়াইয়ে রবিবার ফুলটন ব্রিগেডের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন। টোকিও ওলিম্পিকসে এই ব্রিটেনকে বশ মানিয়েই সেমি-ফাইনালে পৌঁছয় ভারত। আইফেল টাওয়ারের শহরে পুনরাবৃত্তির স্বপ্নে বিভোর শ্রীজেশরা। সুপার সানডের দুপুরে আরও একটা দুরন্ত জয় দেখতে চাইছেন অনুরাগীরা। 
পুল ‘বি’ তে দ্বিতীয় স্থান পায় ভারত। শক্তিশালী বেলজিয়ামের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়েও পরাস্ত হন হার্দিকরা। এছাড়া শক্তিশালী আর্জেন্তিনার বিরুদ্ধে ড্র করে ভারত। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ডকে হারালেও মন ভরাতে ব্যর্থ ফুলটনের দল। তাই অস্ট্রেলিয়া ম্যাচের আগে উদ্বিগ্ন ছিলেন প্রাক্তন তারকারা। তবে সমালোচকদের ভুল প্রমাণ করে দুরন্ত কামব্যাক হকি দলের। একটা সময় অভিষেক, জার্মানপ্রীত, ললিত, রাজকুমারদের স্টিক ওয়ার্কের সামনে দিশাহারা দেখায় অজিদের। মাঝমাঠে পাসের ঠাসবুনোটে পরের পর আক্রমণ শানায় ভারত। নিঃসন্দেহে প্যারিস ওলিম্পিকসে হকি দলের অন্যতম সেরা ম্যাচ। ব্রিটেনের বিরুদ্ধেও ছন্দ ধরে রাখতে মরিয়া থিঙ্কট্যাঙ্ক। 
অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে স্কোয়াড গড়েছেন কোচ ক্রেগ ফুলটন। অধিনায়ক হরমনপ্রীত অভিজ্ঞ ড্র্যাগ ফ্লিকার। পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদের ক্ষেত্রে তিনিই প্রধান ভরসা। এছাড়া গোলরক্ষক শ্রীজেশও আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন। কেরিয়ারের শেষ ওলিম্পিকসে পদক জিততে মরিয়া তিনি। মেগা ম্যাচের আগে দলকে সতর্ক করেছেন তিনি। প্রতিপক্ষ ব্রিটেন বেশ শক্তিশালী। দুই দেশের শেষ ন’টি সাক্ষাতে ৪-৩ ব্যবধানে এগিয়ে ব্রিটেন। দু’টি ম্যাচ ড্র হয়। পরিসংখ্যান ভুলে মাঠেই জবাব দিতে প্রস্তুত হরমনপ্রীত-অভিষেকরা। 
- ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর ১-৩০ মিনিটে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা