খেলা

শ্রীলঙ্কার স্পিনারদের বিরুদ্ধে সতর্ক রোহিতরা

কলম্বো: ‘একদিনের ম্যাচ ম্যাড়মেড়ে! তেমন রোমাঞ্চ নেই!’ টি-২০ ক্রিকেটের বাড়বাড়ন্তে এমন সব মন্তব্যকে একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না। তবে মাঝেমধ্যেই ওডিআই’তে ভরপুর চমক থাকে। গত শুক্রবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচই তার প্রমাণ। টাই দিয়ে শুরু হল সিরিজ। শ্রীলঙ্কার স্পিনের ইন্দ্রজালে আটকে জয় অধরা টিম ইন্ডিয়ার। এমন পরিস্থিতিতে রবিবার কলম্বোতেই সিরিজের দ্বিতীয় ম্যাচ। বলাই বাহুল্য, দ্বীপরাষ্ট্রের স্পিনারদের নিয়ে বেশ সতর্ক রোহিত শর্মারা।
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের স্লো পিচে শুক্রবার নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৩৭.৫ ওভারই স্পিনারদের দিয়ে বল করিয়েছেন ক্যাপ্টেন চারিথ আসালঙ্কা। আর তাঁর পরিকল্পনা সফল। ১৬৭ রান খরচ করে মোট ৯টি উইকেট তুলে নিয়েছেন হাসারাঙ্কা-ওয়েলালাগেরা। ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা সেট হয়েও ওয়েলালাগের শিকার। বিরাট কোহলি, লোকেশ রাহুলদেরও তেমন সাবলীল দেখায়নি। বলাই বাহুল্য, দ্বিতীয় ম্যাচেও এই স্পিন অস্ত্রে বাজিমাত করতে চাইবে হোম টিম। তার কাউন্টার করাই চ্যালেঞ্জ গৌতম গম্ভীর-ব্রিগেডের। বড় পার্টনারশিপে ধীরে সুস্থে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য থাকবে বিরাট-গিলদের। তবে ভারতীয় দলেও কোয়ালিটি স্পিনার রয়েছে। পরিবেশ-পরিস্থিতির সুযোগের সদ্ব্যবহারে মুখিয়ে থাকবেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরাও।
দেশের মাটিতে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কার কাছে বড় লজ্জার। সেই আক্ষেপ ওডিআইতে মেটাতে বদ্ধপরিকর আসালঙ্কারা। চোট সমস্যায় পাথিরানা, মাধুশাঙ্কার মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা ছিটকে গিয়েছেন। তা সত্ত্বেও প্রথম ম্যাচে উজ্জীবিত পারফরম্যান্স মেলে ধরেছে দ্বীপরাষ্ট্রের দলটি। ব্যাটিংয়ে তাদের বড় ভরসা পাথুম নিশাঙ্কা। এছাড়া লোয়ার মিডল অর্ডারে ওয়েলালাগে অর্ধশতরান হাঁকিয়ে দলকে লড়াকু পুঁজি এনে দেন। দ্বিতীয় ম্যাচে রানে ফিরতে মুখিয়ে থাকবেন কুসল মেন্ডিস, আসালঙ্কারা।
পক্ষান্তরে, এই সিরিজকে আগামী বছর পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া হিসেবে দেখছে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ছন্দে আছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। গত ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন হিটম্যান। তবে অপর ওপেনার শুভমান গিল তাঁকে যোগ্য সঙ্গত করতে ব্যর্থ। দ্বিতীয় ম্যাচে রানে ফেরার জন্য মুখিয়ে থাকবেন সহ-অধিনায়ক। এছাড়া ওডিআইতে উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থকে পিছনে ফেলে প্রথম একাদশে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল। গত ম্যাচে মূল্যবান ৩১ রান যোগও করেছেন তিনি। তাই দ্বিতীয় ম্যাচেও তাঁকেই সম্ভবত কিপারের ভূমিকায় দেখা যাবে। তবে শ্রীলঙ্কার স্পিনারদের কথা মথায় রেখে রবিবার রিয়ান পরাগকে খেলানো হতে পারে। স্পিনের বিরুদ্ধে ভালো খেলার সুনাম রয়েছে তাঁর। পাশাপাশি বল হাতে অফ স্পিন ও লেগ স্পিন করতে সক্ষম অসমের এই তরুণ ক্রিকেটার।
(ম্যাচ শুরু দুপুর ২-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।)
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা