খেলা

আনোয়ার বিতর্কে প্রাথমিক সিদ্ধান্ত জানাল ফেডারেশন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনোয়ার আলি ইস্যুতে টি-টোয়েন্টি মেজাজে সর্বভারতীয় ফুটবল সংস্থা। চুক্তিজট মেটাতে শুক্রবার আনোয়ার ও মোহন বাগানের বক্তব্য শোনে ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটি। ২৪ ঘণ্টা পেরনোর আগেই প্রাথমিক সিদ্ধান্ত জানিয়ে দিল এআইএফএফ। রিপোর্টে স্পষ্ট, আনোয়ার লোন ডিল ভাঙলেও আইনের ভাষায় তা ‘উইদাউট আ জাস্ট কজ।’ অর্থাৎ উপযুক্ত কারণ ছাড়াই সংশ্লিষ্ট ফুটবলারটি চুক্তি ভেঙেছেন। একইসঙ্গে দিল্লি এফসি ও ইস্ট বেঙ্গলকে তাদের লিখিত বক্তব্য পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য এই দুই ক্লাবকে পাঁচদিন সময় দিচ্ছে ফেডারেশন। এবিষয়ে লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘কাগজ হাতে পেলে যথাস্থানে বক্তব্য জানানো হবে।’ এদিকে, মুখে কুলুপ দিল্লি এফসি’র কর্তা রঞ্জিত বাজাজের। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, সবে তো কলির সন্ধ্যে। জল গড়াবে বহুদূর। 
শনিবার দুপুর গড়ানোর আগেই সিদ্ধান্ত জানিয়ে দেয় ফেডারেশনের স্টেটাস কমিটি। তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। একটা বিষয় স্পষ্ট, আনোয়ার অন্য ক্লাবে সই করতে চাইলে মোহন বাগানের এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) প্রয়োজন। ফুটবলারটির বড় জরিনামার সম্ভাবনাও প্রবল। জোর গুঞ্জন, নির্বাসনের মতো বড় শাস্তিও হতে পারে। ক্ষতিপূরণের অঙ্ক ও নির্বাসনের মেয়াদ নিয়ে জোর চর্চা ফুটবল মহলে। এমনকী ট্রান্সফার ব্যানের আওতায় পড়তে পারে দিল্লি এফসি। আর তা আঁচ করেই যুদ্ধাকালীন তৎপরতায় অধিকাংশ ফুটবলারকে নথিভুক্ত করে ফেলেছেন রঞ্জিত বাজাজ। আইনি যুদ্ধে দুঁদে কর্তা কোনও ফাঁক রাখতে নারাজ। স্টেটাস কমিটির সিদ্ধান্ত নিজের পক্ষে না গেলে বাজাজ ফিফার দ্বারস্থ হবেন। উল্লেখ্য, মোহন বাগানের লোন ডিল ভাঙার পর আনোয়ারকে সই করায় ইস্ট বেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী আসরে নামার পর বিষয়টি কলকাতার দুই প্রধানের প্রেস্টিজ ফাইটে পরিণত হয়েছে। জাতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডারের ভবিষ্যৎ অবশ্য বিশ বাঁও জলে। কবে মাঠে ফিরবেন তিনি? আপাতত সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা