খেলা

অনবদ্য প্রত্যাবর্তনে শেষ চারে লক্ষ্য সেন

প্যারিস: ওলিম্পিকসে লক্ষ্য সেনের দুরন্ত দৌড় অব্যাহত। শুক্রবার পুরুষদের সিঙ্গলসে চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনকে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা পাকা করলেন ভারতীয় শাটলার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তাঁর পক্ষে ম্যাচের ফল ১৯-২১, ২১-১৫, ২১-১২। প্রথম গেমে হারলেও হাল ছাড়েননি লক্ষ্য। প্রতিপক্ষের দমে ঘাটতি তৈরি করে ফিরে আসেন তিনি। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে এই নজির গড়লেন লক্ষ্য। ব্যাডমিন্টনে ছেলেদের সিঙ্গলসে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই মেলে ধরেন লক্ষ্য ও চৌ তিয়েন চেন। প্রথম গেমে একটা সময় স্কোর ছিল ১৮-১৮। কিন্তু এই পর্বে সেরা পারফরম্যান্স মেলে ধরে গেম পকেটে পুরেন চাইনিজ তাইপের শাটলার (২১-১৯)। দ্বিতীয় গেমেও একটা সময় স্কোর ছিল ১৩-১৩। তবে লক্ষ্য এবার কোনও ভুল করেননি। ২১-১৫ ব্যবধানে জিতে ম্যাচে সমতায় ফেরান। আর তৃতীয় গেমে অবশ্য লক্ষ্যরই দাপট ছিল। শেষ পর্যন্ত ২১-১২ ব্যবধানে জিতে শেষ চারে জায়গা নিশ্চিত করলেন তিনি। এদিকে, প্রথম ভারতীয় তিরন্দাজি দল হিসেবে ওলিম্পিকসের সেমি-ফাইনালে পৌঁছেছিলেন ধীরাজ বোম্মাদেবরা ও অঙ্কিতা ভকত। কিন্তু আশা জাগিয়েও খালি হাতে ফিরতে হল তাঁদের। শেষ চারের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-৬ ব্যবধানে হারের পর রুপোর স্বপ্ন শেষ হয় তাঁদের। কিন্তু ব্রোঞ্জের ম্যাচেও শেষরক্ষা হল না। আমেরিকার কাছে ২-৬ ব্যবধানে হেরে পদক আশা শেষ হল অঙ্কিতাদের।
তিরন্দাজির মিক্স ইভন্টে কোয়ার্টার-ফাইনালে স্পেনকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েন অঙ্কিতারা। এরপর সেমি-ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকেও কড়া টক্কার দিয়েছিল ভারত। এই পর্বে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেন ধীরাজ। তবে ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ অঙ্কিতা। তবে আমেরিকার প্রাক্তন বিশ্বের এক নম্বর ক্যাসি কাউফহোল্ড ও ওলিম্পিকসে তিনবারের পদকজয়ী ব্র্যাডি এলিসনের বিরুদ্ধে ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়েও কামব্যাক করেছিলেন ধীরাজরা (২-৪)। কিন্তু শেষ রাউন্ডে স্নায়ুর চাপ ধরে রাখতে ব্যর্থ সেই অঙ্কিতা। ফলে খালি হাতেই ফিরতে হল তাঁদের। অন্যদিকে, রোয়িংয়ে ছেলেদের সিঙ্গলসের স্কালস ফাইনাল ডি’তে পঞ্চম স্থানে শেষ করলেন ভারতের বলরাজ পানওয়ার। শট পাটে ব্যর্থ তাজিন্দার তুর। এছাড়া মহিলাদের পাঁচ হাজার মিটার দৌড়ে ছিটকে গেলেন পারুল চৌধুরী ও অঙ্কিতা ধেয়ান। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা