খেলা

টাই হল ভারত-শ্রীলঙ্কা প্রথম ওডিআই

কলম্বো: জয়ের জন্য ভারতের দরকার ১৮ বলে মাত্র ৫ রান। তার মধ্যে ৪৮তম ওভারে আসালঙ্কার তৃতীয় ডেলিভারিতে বাউন্ডারি হাঁকালেন শিবম দুবে। টিম ইন্ডিয়ার জয় এবং তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু পরের দু’টি বলে বদলে গেল পুরো ছবিটাই। শ্রীলঙ্কার অধিনায়ক আসালঙ্কা ফেরালেন দুবেকে (২৫)। পরের বলেও একইভাবে আউট হলেন অর্শদীপ সিং। শ্রীলঙ্কার ৮ উইকেটে তোলা ২৩০ রানের জবাবে ভারত থামল সমান রানে। ফলে ম্যাচ টাই। নিশ্চিতভাবে এই ফলে কিছুটা হলেও খুশি হবেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। টি-২০ সিরিজে সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া ৩-০ ব্যবধানে জিতেছিল। তা দেখে অনেকেই আশা করেছিলেন, রোহিত শর্মা, বিরাট কোহলিদের উপস্থিতিতে একদিনের সিরিজেও ভারত একইরকম দাপটে শুরু করবে। কিন্তু তা হল না। এর জন্য দায়ী মূলত টিম ইন্ডিয়ার ব্যাটিং ব্যর্থতা, যা নিঃসন্দেহে কোচ গৌতম গম্ভীরের চিন্তা বাড়াবে। সিরিজের ভাগ্য এখন ঠিক হবে বাকি দু’টি ম্যাচে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত শ্রীলঙ্কা। আসালঙ্কাদের লক্ষ্য ছিল, ভারতের সামনে বড় টার্গেট রাখা। কিন্তু শুরুটা ভালো হয়নি দ্বীপরাষ্ট্রের। ৪৬ রানের মধ্যেই ফেরেন আভিষ্কা ফার্নান্দো (১) ও সমরাবিক্রমা। তার পরেই আউট হন কুশল মেন্ডিস (১৪)। তবে ওপেনার পাঠুম নিশাঙ্কা অনবদ্য ৫৬ রান করেন। তাঁর গড়ে দেওয়া ভিতে শ্রীলঙ্কাকে টেনে তোলেন দুনিথ ওয়েল্ললাগে। ৬৫ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন তিনি। হাসারাঙ্গা ২৪ ও লিয়াঙ্গে করেন ২০ রান। শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে তোলে ২৩০। ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ ও অক্ষর নেন দু’টি করে উইকেট।
জবাবে টিম ইন্ডিয়ার শুরুটা বেশ ভালোই হয়েছিল। রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন শুভমান গিল। তাঁরা ৭৫ রান যোগ করার পর মনে হয়েছিল সহজেই জিতবে ভারত। গিল অবশ্য ১৬ রানেই আউট হন। রোহিত শর্মার সংগ্রহ ৪৭ বলে ৫৮। শ্রীলঙ্কার পেসাররা প্রথম দিকে ভালো বল করতে পারেননি। সেই সুযোগে রোহিতরা সহজেই রান যোগ করেন। কিন্তু স্পিনাররা আসার পরেই ম্যাচের মোড় ঘুরতে শুরু করে। ওয়াশিংটন সুন্দরকে (৫) চার নম্বরে নামানোর কোনও যুক্তি ছিল না। কোহলিও ২৪ রানে আউট হন। শুরুটা ভালো করেই ফার্নান্দোর বলে বোল্ড হন শ্রেয়স আয়ার (২৩)। উইকেট পড়লেও আস্কিং রেট নাগালেই ছিল টিম ইন্ডিয়ার। লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল ৫৭ রান যোগ করে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দিয়েছিলেন। কিন্তু লোকেশ ৩১ ও অক্ষর ৩৩ রানে আউট হতেই দায়িত্ব গিয়ে পড়ে শিবমের উপর। মাথা ঠান্ডা রেখে তিনি দলকে লক্ষ্যে পৌঁছে দিতে চেয়েছিলেন। কিন্তু জয় অধরাই থেকে যায়। শ্রীলঙ্কার এই কামব্যাকের অন্যতম কারিগর হাসারাঙ্গা ও আসালঙ্কা। দু’জনেই তিনটি উইকেট ঝুলিতে পুরেছেন। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা