খেলা

প্যারিসে বিতর্কের কেন্দ্রে সেই ‘খেলিফ’

প্যারিস: ইমান খেলিফকে নিয়ে বিতর্কের শেষ নেই। ওলিম্পিকসের আসর থেকে সোশ্যাল মিডিয়া, আলজেরিয়ার বক্সারকে নিয়ে তীব্র আলোড়ন চলছে। ইমান কি সত্যিই রূপান্তরকামী? জোরদার চর্চা প্যারিস জুড়ে। বক্সিং রিংয়ে খেলিফের ঘুসিতে রক্ত ঝরে ইতালির অ্যাঞ্জেলা কারিনির। মাত্র ৪৬ সেকেন্ড পরেই নাম তুলে নেন ইতালির বক্সার। এমনকী, কাঁদতেও দেখা যায় তাকে। আলজেরিয়ার ইমানের ঘুসির জোর নিয়েও কৌতূহলী সমর্থকেরা। সব মিলিয়ে প্রবল অস্বস্তিতে আয়োজকরা। 
বক্সিং জগতে ইমান এবং বিতর্ক যেন নিত্যসঙ্গী। ২০২৩ সালে নয়াদিল্লির বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে বাদ দেওয়া হয় তাঁকে। তাইওয়ানের লিন ইউয়ের ক্ষেত্রেও একই অভিযোগ ওঠে। তাদের দু’জনকে ছেঁটে ফেলতে দ্বিধা করেনি বক্সিং সংস্থা। সেই সময় উমর ক্রেমলভ (আন্তর্জাতিক বক্সিং সংস্থার সভাপতি) ইমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন। তবে ওলিম্পিকস কমিটি ও বিশ্ব বক্সি সংস্থার নিয়ম অনেকটাই আলাদা। অভিযোগ, নিয়মের ফাঁক গলে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ জায়গা পেয়েছেন তাঁরা। ঠিক এমন সময়ে ইতালির প্রতিযোগী নাম তুলে নেওয়ায় ইমানের বিরুদ্ধে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। ওলিম্পিকস কমিটির মুখপাত্র মার্ক অ্যাডামস বলেছেন, ‘অহেতুক বিতর্ক খোঁজা হচ্ছে। টোকিও ওলিম্পিকসেও তাঁরা অংশ নিয়েছিলেন। তাতে কোনও সমস্যা হয়নি। নিয়ম মেনেই রিংয়ে নামতে দেওয়া হয়েছে ইমানদের। এরই মধ্যে বিতর্কিক বক্সারের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় অ্যাথলিট দ্যুতি চাঁদ। একসময় তাঁর বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে। দ্যুতি বলেন, ‘বিষয়টি নিয়ে অহেতুক জলঘোলা হচ্ছে।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা