খেলা

আনোয়ার ইস্যুতে সতর্ক স্টেটাস কমিটি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সতর্ক থেকেই আনোয়ার ইস্যুতে জাল গোটাচ্ছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। শুক্রবার ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটির বৈঠকে অন্যতম বিষয় ছিল চুক্তিজট। আনোয়ার ও তাঁর আইনজীবী নিজেদের যুক্তি তুলে ধরেন। প্রয়োজনীয় কাগজপত্র আগেই স্টেটাস কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। মোহন বাগানের তরফে বোর্ড সদস্য বিনয় চোপড়া ও আইনজীবী পাল্টা যুক্তি মেলে ধরেন। সূত্রের খবর, সবদিক খতিয়ে দেখে দিন দুয়েকের মধ্যেই সিদ্ধান্ত নেবে স্টেটাস কমিটি। দিল্লি এফসি কর্তাদেরও তলব করা হতে পারে। অভিজ্ঞমহলের ধারণা, এই বিতর্ক ফিফা অবধি গড়ানোর প্রবল সম্ভাবনা। জরিমানার পাশাপাশি আনোয়ারের সাময়িক নির্বাসনও অসম্ভব নয়। কাউকে না চটিয়ে  স্টেটাস কমিটি এমন সিদ্ধান্ত নিতে চায় যাতে সাপও মরে, আবার লাঠিও না ভাঙে।
দিল্লি এফসি থেকে দীর্ঘমেয়াদী লোন ডিলে আনোয়ারকে সই করায় মোহন বাগান। কিন্তু এক মরশুম পরেই তা ভেঙে ফেলেন আনোয়ার। পালতোলা নৌকোর সঙ্গে পার্মানেন্ট ডিল করতে চেয়ে ই-মেল করেন তিনি। অভিযোগ, সেই মুহূর্তে ক্লাবের কাছে তেমন গুরুত্ব পাননি অন্যতম সেরা ভারতীয় ডিফেন্ডার। কিন্তু কেন ডিল ভাঙলেন তিনি? এখানেই আসল টুইস্ট। উঠে আসছে রঞ্জিত বাজাজের নাম। দিল্লি এফসি’র এই কর্তা আদতে আনোয়ারের গডফাদার। ফুটবলের আইন তাঁর কণ্ঠস্থ। অভিজ্ঞমহলের ধারণা, আনোয়ারকে ‘বিগড়ে’ দেওয়ার নেপথ্যে রয়েছেন তিনিই। লোন ডিল ইস্যুতে ফিফার নতুন নিয়ম কাজে লাগিয়ে আনোয়ারকে ফ্রি ফুটবলার করতে মরিয়া বাজাজ। ঠিক এমন মঞ্চে ইস্ট বেঙ্গলের প্রবেশ। লাল-হলুদ কর্তাদের মুখে কুলুপ। কিন্তু রাজধানীর হাওয়ায় ভাসছে,  ইতিমধ্যেই ইস্ট বেঙ্গলের চুক্তিতে সই করেছেন আনোয়ার। যদিও লাল-হলুদ কর্তাদের মুখে কুলুপ। মোহন বাগান আর দিল্লি এফসি’র আইনি যুদ্ধের দিকে কড়া নজর রয়েছে তাঁদের। এদিকে, নেক্সট জেন কাপে এভার্টনের যুব দলের কাছে ০-৬ গোলে হারল লাল-হলুদের জুনিয়ররা।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা