বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

অনুশীলনে চনমনে রোহিত-কোহলি

কলম্বো: শুক্রবার প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। তার আগে জোর প্রস্তুতিতে নেমে পড়লেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। ধরা দিলেন খোশমেজাজে। সঙ্গী হয়েছিলেন লোকেশ রাহুল, কুলদীপ যাদবও। দু’দিন আগেই তাঁরা কলম্বোয় পৌঁছন। গৌতম গম্ভীরের কোচিংয়ে প্রথমবার খেলবেন রোহিতরা। তাই ওয়ান ডে সিরিজে থাকবে বাড়তি আগ্রহ। অনুশীলনের অবশ্য আকর্ষণের কেন্দ্রে ছিলেন গম্ভীর ও কোহলি। প্র্যাকটিসের ফাঁকে তাঁদের আলোচনা করতেও দেখা গেল। পরে যোগ দেন নির্বাচক প্রধান অজিত আগরকর। অতীতে বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। তবে গত বছর থেকে বরফ গলতে শুরু করে। গম্ভীর ভারতের কোচ হওয়ার পর তবুও অনেকেই ভেবেছিলেন, সমস্যা হবে কোহলির। কিন্তু প্রথম দিনের অনুশীলনেই কোচের সঙ্গে ভিকে যেভাবে মিশলেন তাতে সেই আশঙ্কা নেই। 
টি-২০ বিশ্বকাপের পর ছুটিতে ছিলেন রোহিত শর্মা। মনে করা হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও হয়তো খেলবেন না তিনি। কিন্তু গম্ভীর কোচ হয়েই বলেছিলেন, ফিট থাকলে ছেলেদের সব ফরম্যাটেই খেলা উচিত। সেই বার্তায় সাড়া দিয়ে রোহিত ওয়ান ডে সিরিজ খেলার সিদ্ধান্ত নেন। একই পথ অনুসরণ করেন কোহলি। ফিরেছেন লোকেশ রাহুলও। পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। স্কোয়াডে জায়গা করে নিতে হলে শ্রীলঙ্কার মাটিতে ভালো পারফরম্যান্স মেলে ধরতে হবে লোকেশকে। শ্রীলঙ্কায় কোহলি, রোহিতদের ভক্তের সংখ্যা কম নয়। তাই প্র্যাকটিসে ভিড় হয়েছিল। এক খুদের আব্দার মিটিয়ে তাঁরা সেলফিও তোলেন।  
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা