বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

প্রত্যাশার চাপ নিয়েই সেরাটা উজাড় করে দিতে হবে, বলছেন কুয়াদ্রাত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জায়ান্ট স্ক্রিনে একের পর এক ভেসে উঠছে ফুটবলারদের ছবি। সামনে দাঁড়িয়ে কোচ কার্লেস কুয়াদ্রাত ও সহকারী ডিমাস ডেলগাডো। আর পজিশন অনুসারে সিঁড়ি ভেঙে এগিয়ে আসছেন ক্লেটন সিলভা, দিমিত্রিয়স দিয়ামানতাকোসরা। গায়ে চিরাচরিত লাল-হলুদ জার্সি। স্কোয়াড একত্রিত হতেই কর্তাদের পাশে নিয়ে ‘জয় ইস্ট বেঙ্গল’ স্লোগানে মুখরিত কোচ ও ফুটবলাররা। তাঁদের আওয়াজে অডিটোরিয়ামের ছোট্ট ঘরটা যেন এক মুহূর্তে রূপ নিল যুবভারতীর গ্যালারিতে। বড় ম্যাচে প্রিয় দলের জার্সি গায়ে এভাবেই বছরের পর বছর ফুটবলারদের তাতিয়েছেন লাল-হলুদ অনুরাগীরা। আইএসএলে নাম লেখানোর পর প্রথম তিন মরশুম মর্যাদার লড়াইয়ে টানা হারলেও, গতবার কোচ কুয়াদ্রাতের হাত ধরে জয়ের সরণিতে ফেরে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটি। সেই সঙ্গে সর্বভারতীয় স্তরে এক যুগ পরে কোনও খেতাব জয়ের স্বাদ পায় ইস্ট বেঙ্গল। সোমবার সেই সুপার কাপ ট্রফিকে সামনে রেখেই আসন্ন মরশুমে আরও ভালো কিছু দেওয়ার প্রতিজ্ঞা করলেন ইস্ট বেঙ্গল কোচ-ফুটবলাররা।
আগামী ২৯ জুলাই ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে নতুন মরশুম শুরু করবে ইস্ট বেঙ্গল। তার আগে সোমবার বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে এক অভিনব কায়দায় গোটা দলকে সামনে আনা হল। অনুষ্ঠানে হাজির ছিলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার, সচিব রূপক সাহা ও ইমামি কর্তা আদিত্য আগারওয়াল। গত মরশুমে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার এসিএল-২’এর বাছাই পর্বে প্রতিনিধিত্ব করবে ইস্ট বেঙ্গল। তার আগে অবশ্য ডুরান্ড কাপের লড়াইয়ে নামবে দল। গতবার এই ঐতিহ্যশালী টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল কুয়াদ্রাত ব্রিগেড। এবার অবশ্য ট্রফি জয় দিয়েই মরশুম শুরু করাই লক্ষ্য তাদের। একইসঙ্গে আইএসএলে ধাপে ধাপে এগতে চান স্প্যানিশ কোচ। তাঁর কথায়, ‘গত কয়েক বছরের তুলনায় এবার আমাদের দল যথেষ্ট শক্তিশালী। ফলে প্রত্যাশা আরও বেশি থাকবে। সকলকে একজোট হয়ে তা পূরণের জন্য ঝাঁপাতে হবে।’
গত মরশুমে গুরুত্বপূর্ণ সময়ে ফুটবলারদের চোট-আঘাত বেশ ভুগিয়েছিল ইস্ট বেঙ্গলকে। কোচ কুয়াদ্রাত তাই বাইরে কোথাও প্রাক-মরশুম প্রস্তুতি শিবির করতে চেয়েছিলেন। তবে ঠাসা ক্রীড়াসূচির কারণে তা সম্ভব হচ্ছে না। অনুশীলনে ফিটনেসের উপর বাড়তি জোর দিচ্ছেন লাল-হলুদ স্প্যানিশ কোচ। ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন ফিজিক্যাল ট্রেনার। কুয়াদ্রাতের কথায়, ‘চোট ও কার্ড সমস্যা ফুটবলারের অঙ্গ। তবে গত মরশুমে গুরুত্বপূর্ণ সময়ে বেশ কিছু ফুটবলারের চোট ভুগিয়েছিল। এবার তাই শুরু থেকেই এই বিষয়ে জোর দিই। তালাল, দিমিত্রিয়সদের দ্রুত ম্যাচ ফিট করে তোলাই আমার লক্ষ্য।’ উল্লেখ্য, সোমবারই দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়লেন গ্রিসের স্ট্রাইকার। তবে ষষ্ঠ বিদেশি এখনও চূড়ান্ত হয়নি। পাশাপাশি আরও দু’জন ভারতীয় ফুটবলার দলে নিতে চাইছেন কর্তারা। কোচ কুয়াদ্রাত অবশ্য তাড়াহুড়ো করতে নারাজ। বরং ট্রান্সফার উইন্ডো কাজে লাগিয়ে ভালো মানের ফুটবলার নেওয়াই তাঁর লক্ষ্য।
গত মরশুমে কার্যত একার কাঁধে লাল-হলুদ আক্রমণভাগকে নেতৃত্ব দিয়েছিলেন অধিনায়ক ক্লেটন সিলভা। তবে এবার ডেভিড, দিমিত্রিয়সদের উপস্থিতি তাঁর উপর চাপ অনেকটাই কমাবে। ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকারও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাতে চান। তাঁর কথায়, ‘নতুন ফুটবলারদের উপস্থিতি স্কোয়াডের শক্তি বাড়াবে। তবে একইসঙ্গে অনেক বিকল্প পথও খোলা থাকবে।’আসন্ন মরশুমে ডার্বিতে ক্লেটন-দিমিত্রিয়স বনাম দিমিত্রি-ম্যাকলারেন লড়াই নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে। লাল-হলুদ অধিনায়ক অবশ্য তা নিয়ে ভাবতে নারাজ। বরং দল হিসেবেই মর্যাদার লড়াই জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে মরিয়া তিনি।
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা