বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

গেমস ভিলেজে হাজির তরুণদীপরা

প্যারিস: দরজায় কড়া নাড়ছে প্যারিস ওলিম্পিকস। ইতিমধ্যেই দেশের তিরন্দাজি, রোয়িং ও হকি টিম গেমস ভিলেজে পৌঁছে গিয়েছে। ভারতের শেফ দ্য মিশন গগন নারাং একথা জানিয়েছেন। ২০১২ লন্ডন ওলিম্পিকসের ব্রোঞ্জজয়ী শ্যুটার গগন নারাংয়ের কথায়, ‘প্যারিসে বৃহস্পতিবার পা রেখেছি আমি। শুক্রবারই ভারতের তিরন্দাজি ও রোয়িং টিম গেমস ভিলেজে পৌঁছে গিয়েছে। হকি টিম নেদারল্যান্ডসে প্রস্তুতি সারছিল। সেখান থেকেই শনিবার প্যারিসে এসেছে হকি খেলোয়াড়রাও। অন্য ইভেন্টের ক্রীড়াবিদরা একে একে ভিলেজে পৌঁছবে।’
গত বছর এশিয়ান গেমসে ভারতের পদকসংখ্যা সেঞ্চুরি পেরিয়ে ছিল। এবার ওলিম্পিকসেও নীরজ চোপড়াদের নিয়ে আশাবাদী দেশবাসী। এই প্রসঙ্গে গগন নারাংয়ের মন্তব্য, ‘শেফ দ্য মিশন হিসেবে ভারতীয় দলের সঙ্গে আসতে পেরে অভিভূত। শিবিরের পরিবেশ বেশ চনমনে। গেমসে নামার জন্য প্রত্যেকেই মুখিয়ে রয়েছে। অ্যাথলিটদের দেখে আমার খেলোয়াড়ি জীবনের কথা মনে পড়ে যাচ্ছে। আশা করি, এবার মেগা আসরে রেকর্ড পদক পাবে ভারত।’ উল্লেখ্য, আগামী ২৬ জুলাই দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এর উদ্বোধন। মোট ১১৭ জন ভারতীয় ক্রীড়াবিদ ২০টি ডিসিপ্লিনে প্রতিনিধিত্ব করবেন। খেলরত্ন ও পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত গগন নারাংয়ের বক্তব্য, ‘দেশের সেরা খেলোয়াড়রা গেমসের টিকিট অর্জন করেছে। ওদের দিকে তাকিয়ে থাকবে দেশবাসী। তবে প্রত্যাশা পূরণে ওরাও তৈরি। নিজের অভিজ্ঞতা থেকে আমি জানি, এই মহামঞ্চে অ্যাথলিটদের কখন কী প্রয়োজন হয়। প্যারিসে ওদের যাবতীয় দায়িত্ব সফলভাবে পালন করাই আমার লক্ষ্য থাকবে।’
শনিবার গেমসে ভিলেজে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ালেন তিরন্দাজি দলের সদস্যরা। তরুণদীপ রাই, ধীরাজ, প্রবীণরা সাইক্লিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে বাধা থাকবে। বিকেল থেকে বিদ্যা অনুশীলনে শুভ ফললাভ। নতুন কোনও যোগাযোগ থেকে উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৬.৭৭ টাকা১১০.৫১ টাকা
ইউরো৮৮.৬৮ টাকা৯২.০৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা