বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

জমকালো উদ্বোধনে বিশ্বকে  তাক লাগাতে তৈরি প্যারিস

প্যারিস: ফরাসিদের কাছে রাজধানী প্যারিস হচ্ছে ‘দ্য সিটি অব লাইট।’ যৌবন আর প্রেমের শহর। সাহিত্য, সংস্কৃতির পীঠস্থান। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আগে ফ্রান্স জুড়ে সাজ সাজ রব। ওলিম্পিকসের জমকালো উদ্বোধনে গোটা বিশ্বকে চমকে দিতে তৈরি প্যারিস।
শেন নদীতে ওয়াটার প্যারেড
ওলিম্পিকসের ইতিহাসে প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হবে নদীর বুকে। আকর্ষণের কেন্দ্রে ঐতিহাসিক অস্টারলিজ ব্রিজ। ৮০ থেকে ১০০টি সুসজ্জিত প্রমোদতরী পাড়ি দেবে দীর্ঘ ছয় কিলোমিটার জলপথ। আইফেল টাওয়ার সংলগ্ন জেনা ব্রিজে শেষ হবে ওয়াটার প্যারেড। ২০৬টি ওলিম্পিকস সংস্থার বাছাই করা প্রতিযোগী বজরার ডেকে পারফর্ম করবেন। 
চ্যাম্পিয়ন্স পার্ক প্রস্তুত 
আইফেল টাওয়ারের ঢিলছোড়া দূরত্বে চ্যাম্পিয়ন্স পার্ক। খোলামেলা এই চত্বর পর্যটকদের অন্যতম আকর্ষণ। এর ঐতিহাসিক স্থাপত্য ফরাসি ঐতিহ্যের নিদর্শন বহন করে। এখানেই তৈরি হয়েছে ১৩ হাজার দর্শকাসন বিশিষ্ট মঞ্চ। উদ্বোধনী অনুষ্ঠানের শেষপর্বে হাজির থাকবেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ। প্রোটোকল মেনে স্বাগত ভাষণ দেবেন তিনি।
উদ্বোধনের খুঁটিনাটি 
বর্ণময় উদ্বোধন থমাস জলির ব্রেনচাইল্ড। বিখ্যাত নাট্যব্যক্তিত্ব তথা নির্দেশকের পরিকল্পনা অনুযায়ী প্রায় তিন হাজার শিল্পী অনুষ্ঠানে অংশ নেবেন। প্যারিসের এগারটি ব্রিজের উপরেও জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। শহরজুড়ে বসানো হচ্ছে আটটি জায়ান্ট স্ক্রিন। পথচলতি মানুষ ভিড় জমাবেন বড় পর্দার সামনে। সবমিলিয়ে সুপার হিট ‘প্যারিস শো’ আয়োজনে মুখিয়ে ফ্রান্স।
নিরাপত্তার বজ্রআঁটুনি 
ঠিক এক সপ্তাহ পরেই ওলিম্পিকসের উদ্বোধন। নিরাপত্তা সুনিশ্চিত করতে ঘুম ছুটেছে প্রশাসনের। বজ্রআঁটুনিতে মাছি গলার জো নেই। অতিথি, অভ্যাগত, টুরিস্টদের ভিড় সামলাতে নাজেহাল পুলিস। আসলে জঙ্গি হামলার আশঙ্কায় প্যারিস জুড়ে তিরতিরে টেনশন। শেন নদীর দু’পাড়ে ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি থাকছে একাধিক নিরাপত্তা বলয়।  জোর চর্চা প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন। শেন নদীর দু’পাড়ে স্পেশাল জোনে থাকবেন বিদেশি অতিথিরা।  
বিকল্প ভাবনা
রংদার উদ্বোধনের কাউন্ট ডাউন শেষ পর্বে। প্ল্যান ‘এ’র পাশাপাশি অন্য ভাবনাও তৈরি আয়োজকদের। এর কারণ ঠিক কী? শোনা যাচ্ছে, শেন নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় চূড়ান্ত মহড়া এখনও সারা যায়নি। নিরাপত্তা নিয়েও চিন্তিত বড় কর্তারা। প্ল্যান ‘বি’র নীল নকশা তৈরি তাঁদের। তেমন হলে পুরো অনুষ্ঠান রাতারাতি স্থানান্তরিত হবে স্টাড দ্য ফ্রান্স স্টেডিয়ামে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানেও প্রস্তুতির কাজ চলছে।

 
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা