বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

পাকিস্তানে নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অন্য ভেন্যুতে খেলতে চায় ভারত

মুম্বই, ১১ জুলাই: দীর্ঘদিন বাদে আইসিসি ফের আয়োজন করছে চ্যাম্পিয়ন্স ট্রফির। আগামী বছর ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের মাটিতে বসবে ‘মিনি বিশ্বকাপে’র আসর। খেলবে আটটি দল। কিন্তু প্রথম থেকেই জল্পনা ছিল, ভারত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও পাকিস্তানে খেলতে যাবে কিনা! আজ, বৃহস্পতিবার বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কোনওমতেই ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানে যাবে না। এই বিষয়ে আইসিসির সঙ্গে কথা বলবে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মাদের ম্যাচ দুবাই কিংবা শ্রীলঙ্কাতে রাখতে আইসিসির কাছে আর্জি জানাবে বিসিসিআই। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের সংঘাতে জড়াতে চলেছে ভারত-পাকিস্তান। এমনটাই মত বিশেষজ্ঞদের। কারণ বিশ্বকাপ খেলতে গত বছরেই ভারতে এসেছিল বাবর আজমরা। কিন্তু এখন ‘মিনি বিশ্বকাপ’ খেলতে করাচি যেতে চাইছে না ভারতীয় ক্রিকেট দল। যাকে কেন্দ্র করে ভারত-পাক দুই ক্রিকেট বোর্ডের মধ্যে অশান্তি আরও বাড়বে। যদিও পাকিস্তানে না যাওয়ার পিছনে নির্দিষ্ট কারণ রয়েছে বলেই জানাচ্ছে বিসিসিআইয়ের একটি সূত্র। ২০০৮ সালে মুম্বইয়ে পাক জঙ্গিদের হামলার পর থেকে পাকিস্তান সফরে যাওয়া বন্ধ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এছাড়াও জম্মু ও কাশ্মীর ইস্যু নিয়ে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে পৌঁছেছে। তাই ২০১২ সালে দুই দেশ শেষবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল। ভারতেই আয়োজিত হয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। তারপর থেকে আইসিসির টুর্নামেন্ট ও এশিয়া কাপ ছাড়া বাইশ গজে মুখোমুখি হন না বাবর-শাহিন ও বিরাট-রোহিতরা। ২০২৩ সালে পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। নিরাপত্তার কারণে সেবারেও পাকিস্তানে যাননি রোহিত শর্মারা। ফলে শ্রীলঙ্কায় আয়োজন করতে হয়েছিল টুর্নামেন্টের কিছুটা অংশ। সূত্রের খবর, আগামী বছরেও আইসিসিকে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কা কিংবা দুবাইতে আয়োজন করতে হতে পারে।
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা