খেলা

ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন

স্পেন-২             :               ফ্রান্স-১

মিউনিখ: পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন স্পেনের। মঙ্গলবার অ্যালায়াঞ্জ এরিনায় ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারিয়ে ইউরোর ফাইনালে পৌঁছল লুইস ডে লা ফুয়েন্তের দল। স্পেনের দুই গোলদাতা লামিনে ইয়ামাল ও ড্যানি ওলমো। আর ফ্রান্সের হয়ে জাল কাঁপান কোলো মুয়ানি।
শেষ চারের লড়াইয়ে কিলিয়ান এমবাপে মাস্ক ছাড়াই নেমেছিলেন। আক্রমণভাগে রিয়াল তারকার সঙ্গে কোলো মুয়ানি ও ওসুমানে ডেম্বেলেকে রেখে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজান ফরাসি কোচ দেশঁ। গত ম্যাচে লাল কার্ড দেখেন অভিজ্ঞ স্প্যানিশ রাইট উইং ব্যাক ড্যানি কার্ভাহাল। তাঁর অনুপস্থিতিতে চাপ বাড়াতে এমবাপেকে লেফট উইংয়ে খেলালেন কোচ। ফলও মেলে হাতেনাতে। নবম মিনিটেই বাঁ দিক থেকে এমবাপের ভাসানো ক্রসে হেডে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কোলো মুয়ানি (১-০)। তবে লিড ধরে রাখতে পারেননি ফরাসি ব্রিগেড। ২১ মিনিটেই স্পেনের বিস্ময় বালকের ‘বিস্ময়’ গোলে সমতায় ফেরে স্পেন। বক্সের বাইরে থেকে লামিনে ইয়ামালের বাঁক খাওয়ানো দুরন্ত শট পোস্টে লেগে জালে জড়ায় (১-১)। শরীর ছুড়েও বলের নাগাল পাননি ফরাসি গোলরক্ষক মাইক ম্যাগনান। উল্লেখ্য, ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম হিসেবে গোলের রেকর্ড গড়লেন ১৬ বছরের লামিনে। সেলিব্রেশনের সময় আবেগে আনন্দাশ্রুও ঝরল তাঁর। উল্লেখ্য, এদিন ম্যাচের শুরু থেকেই পাসের বন্যায় প্রতিপক্ষেকে চাপে রেখেছিল স্পেন। কোচ ফুয়েন্তে  ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজান। সিঙ্গল স্ট্রাইকারে আলভারো মোরাতার নীচে ইয়ামাল, ওলমো ও নিকো উইলিয়ামস। এরপর ২৫ মিনিটে ওলমো স্পেনকে লিড এনে দেন। নাভাসের ভাসানো বল ফরাসি ডিফেন্ডার বিপন্মুক্ত করতে ব্যর্থ। ফিরতি বল বক্সে পেয়ে যান ওলমো। সেখান থেকে তাঁর ডান পায়ের জোরালো শট ফরাসি ডিফেন্ডার কৌন্দের পায়ে লেগে জালে জড়ায় (২-১)। দ্বিতীয়ার্ধেও আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে উঠেছিল। সমতায় ফেরার লক্ষ্যে মরিয়া দেখাচ্ছিল ফ্রান্সকে। আক্রমণে ঝাঁঝ বাড়াতে ৬২ মিনিটে কান্তেকে তুলে আঁতোয়া গ্রিজম্যানকে নামান কোচ।  ৮৬ মিনিটে এমবাপের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে বাকি সময়ে আর স্কোরলাইনের পরিবর্তন হয়নি।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা