বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

আজ বিদায়ী টেস্টে নামছেন জিমি

লন্ডন: শুরু করলে থামতেও হয়। জেমস অ্যান্ডারসনের দুই দশকব্যাপী বর্ণময় ক্রিকেট কেরিয়ারেও দাঁড়ি পড়তে চলেছে। বুধবার লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিদায়ী টেস্টে নামছেন তিনি। এটা তাঁর কেরিয়ারের ১৮৮তম টেস্ট। সামনে থাকলেন একমাত্র শচীন তেন্ডুলকর (২০০ টেস্ট)। কোনও জোরে বোলারও অ্যান্ডারসনের মতো টেস্টে ৭০০ উইকেট নেননি। লর্ডসেই যাত্রা শুরু হয়েছিল ৪১ বছর বয়সির। ২০০৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক। সেই মাঠেই অবসর নিচ্ছেন তিনি। একটা বৃত্তই যেন সম্পূর্ণ হচ্ছে। এই আবহে ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য পরামর্শ থাকছে। অ্যান্ডারসন বলেছেন, ‘টেস্ট ক্রিকেটই আমাকে গড়ে তুলেছে। বছরের পর বছর ধরে প্রচুর শিক্ষা পেয়েছি, সহনশীলতা শিখেছি। আমি জানি যে টি-২০ ক্রিকেটে চার ওভার বল করে তরুণরা প্রচুর টাকা কামাতে পারে। কিন্তু টেস্টে কাউকে বুদ্ধি করে আউট করার মতো আনন্দ অন্যত্র পাই না। আশা করব ডলারের পিছনে না দৌড়ে পরবর্তী প্রজন্মও টেস্ট খেলতে চাইবে।’ গত সপ্তাহেই ল্যাঙ্কাশায়ারের হয়ে ৩৫ রানে ৭ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ফলে ছন্দেই রয়েছেন তিনি। চর্চা তাই চলছে যে তাঁকে কি বাধ্য করা হল অবসরের পথে হাঁটতে? তিনি অবশ্য বলেছেন, ‘ভালো বল করে দলকে জেতানোই আমার লক্ষ্য। আবেগ থাকবেই। তবে কাঁদতে চাই না।’
এই টেস্টে অভিষেক হচ্ছে সিমার গাস অ্যাটকিনসন ও উইকেটকিপার জ্যামি স্মিথের। গত বছরের অ্যাসেজে সেরা হওয়া ক্রিস ওকসও ফিরছেন দলে। ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন যথারীতি বেন স্টোকস। বাজবল এবার কী দাপট দেখায়, অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। অন্যদিকে, চোট পেয়ে কেমার রোচ ছিটকে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ নির্ভর করছে আলজারি জোসেফের উপর। ফেরানো হয়েছে প্রাক্তন অধিনায়ক জেসন হোল্ডারকে।
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা