বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

দিমিত্রিয়াসকে পেয়ে খুশি কোচ কুয়াদ্রাত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলের সর্বাধিক গোলদাতা দিমিত্রিয়াস ডায়ামান্টোকোসকে সই করিয়ে দলবদলের বাজার জমিয়ে দিল ইস্ট বেঙ্গল। দিমির সঙ্গে মশালবাহিনীর চুক্তি দু’বছরের। ২০২২ সালে গ্রিসের এই স্ট্রাইকারকে সই করায় কেরল ব্লাস্টার্স। দক্ষিণের ফ্র্যাঞ্চাইজির হয়ে দুই মরশুমে ৪৪ ম্যাচে ২৮ টি লক্ষ্যভেদ রয়েছে তাঁর।  পাশাপাশি গত বছর আইএসএলে ১৩টি গোল করে সোনার বুটও ছিনিয়ে নেন এই বক্স স্ট্রাইকার। যে কোনও মূল্যে দিমিকে জালে তুলতে মরিয়া ছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এমনকী,  দিমিকে পেতে কোচ কার্লেস কুয়াদ্রাতও মাঠে নামেন। বেগতিক বুঝে দর আরও বাড়ায় কেরল ব্লাস্টার্স। তবে লাভের লাভ হয়নি। ‘অপারেশন দিমিত্রিয়াস’ শেষে যুদ্ধজয়ের তৃপ্তি ইস্ট বেঙ্গলে। এই প্রসঙ্গে কুয়াদ্রাতের মন্তব্য, ‘ওর অন্তর্ভুক্তি স্কোয়াডের শক্তি অনেকটাই বাড়াবে। দিমির কাছে আরও কয়েকটি দলের অফার ছিল। শেষ পর্যন্ত আমরা দিমিকে পরিকল্পনা বোঝাতে সমর্থ হই।’ গত মরশুমে জর্ডনের স্টপার হিজাজি মাহেরকে সই করানোর  ক্ষেত্রেও অগ্রনী ভূমিকা ছিল কুয়াদ্রাতের। এদিকে  গোলমেশিন দিমিত্রিয়াস জানিয়েছেন, ‘ইস্ট বেঙ্গল সমর্থকদের সামনে মাঠে নামতে ছটফট করছি। মশাল বাহিনীকে আরও সাফল্য এনে দিতে চেষ্টার ক্রুটি থাকবে না।’
 মূলত বাঁ পায়ের ফুটবলার দিমিত্রিয়াস। দুরন্ত কভারিংয়ের পাশাপাশি পায়ে গোলার মতো  শট রয়েছে । একইসঙ্গে দুরন্ত হেডিং তাঁর সম্পদ। ছ’গজের বক্সে দিমি কতটা ভয়ঙ্কর তা বারেবারে প্রমাণিত। শুক্রবার দুপুরে ইমামি ইস্ট বেঙ্গলের সোশ্যাল সাইটে ফুটবলারটির নাম ঘোষণা হতেই মুহূর্তে তা ভাইরাল। আসলে গত কয়েক বছর ভালো মানের স্ট্রাইকারের অভাবে ভুগতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। বিশেষজ্ঞদের ধারণা, দিমিকে পাওয়ায় আক্রমণভাগে ঝাঁঝ অনেকটাই বাড়বে। এর আগে স্প্যানিশ মিডিও সাউল ক্রেসপোর সঙ্গে চুক্তি বাড়িয়েছে ইস্ট বেঙ্গল। ডিফেন্সিভ ব্লকার ক্রেসপো কুয়াদ্রাত ব্রিগেডের গুরুত্বপূর্ণ সদস্য। 
8Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা