খেলা

জাভিকে বরখাস্ত করল বার্সেলোনা

বার্সেলোনা: ক্লাবের আর্থিক নীতির বিরুদ্ধে মুখ খোলার শাস্তি পেলেন জাভি হার্নান্ডেজ। শুক্রবার তাঁকে কোচের পদ থেকে সরিয়ে দিল বার্সেলোনা। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে কাতালন ক্লাবটি জানিয়েছে, ‘আগামী রবিবার সেভিয়ার বিরুদ্ধে শেষবারের মতো বার্সাকে কোচিং করাবেন জাভি। পরবর্তী কোচের নাম দ্রুত ঘোষণা করা হবে।’
কিছুদিন আগেই জাভি প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, ‘বার্সেলোনার আর্থিক অবস্থা আগের মতো নয়। তাই রিয়াল মাদ্রিদের মতো দলকে টেক্কা দেওয়া কঠিন।’ বিষয়টি ভালোভাবে নেয়নি বার্সা ম্যানেজমেন্ট। তারপর থেকেই তাঁকে সরানোর পরিকল্পনা করছিলেন সভাপতি হুয়ান লাপোর্তে। শুক্রবার বোর্ড মিটিংয়ে জাভিকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার জাভি। ২০২১ সালে কোচ হিসেবে ক্লাবের দায়িত্ব নেন তিনি। নানা সমস্যায় তখন জর্জরিত কাতালন ক্লাবটি। কঠিন সময়ে দলকে টেনে তোলেন জাভি। তাঁর কোচিংয়ে পরের বছরই লিগ জেতে বার্সা। তবে চলতি মরশুমে ক্যাম্প ন্যু’তে কোনও ট্রফি আসেনি। কোচের বিভিন্ন সিদ্ধান্তে অখুশি ছিল ক্লাব। তাঁর স্ট্র্যাটেজি এবং প্লেয়ারদের ফিজিক্যাল ফিটনেস নিয়েও প্রশ্ন উঠতে থাকে। এমন পরিস্থিতিতে মাঝ-মরশুমেই জাভি জানিয়ে দেন, আগামী বছর কোচ থাকবেন না তিনি। কিন্তু তারপর হঠাৎই দল ভালো খেলতে শুরু করে। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালে ওঠার পাশাপাশি লিগে দ্বিতীয় স্থান নিশ্চিত করেন রবার্ট লিওয়ানডস্কিরা। তাই আগামী মরশুমে তাঁকে থেকে যাওয়ারও অনুরোধ করেছিলেন বার্সা সভাপতি। জাভি তাতে রাজিও হন। কিন্তু সম্প্রতি কোচের বেফাঁস মন্তব্যে সব সমীকরণ উল্টে যায়। জাভির এভাবে বিদায় বার্সার অনেক সমর্থকই মেনে নিতে পারছেন না। লায়োনেল মেসির মতো ঘরের ছেলে জাভিকে প্রাপ্য সম্মান দিলেন না ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তে।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা