খেলা

রাজস্থানকে চিন্তায় রাখছে মিডল অর্ডার

আমেদাবাদ: টানা চার ম্যাচে পরাজয়। লিগ পর্বের শেষ খেলাও বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। মে মাসে কোনও কিছুই ঠিকঠাক হচ্ছে না রাজস্থান রয়্যালসের। অথচ, তার আগে পয়েন্ট টেবিলে সবার উপরে ছিল সঞ্জু স্যামসনের দল। প্রথম ৯টি ম্যাচের মধ্যে আটটিতেই জিতেছিল তারা। তখন ভাবাই যায়নি যে, প্রথম দুই দলের মধ্যে ঠাঁই হবে না রাজস্থানের। তিন নম্বরে লিগ পর্ব শেষ করায় তাদের এখন খেলতে হবে এলিমিনেটর। বুধবার স্যামসনদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 
এই আবহে প্রশ্ন উঠছে রাজস্থানের ব্যাটিং নিয়ে। ওপেনার জস বাটলার দেশের হয়ে খেলতে ফিরে গিয়েছেন। প্লে-অফে তাঁর অভাব ঢাকা কঠিন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বাটলারের জায়গায় ওপেন করতে নেমেছিলেন টম কোহলার-ক্যাডমোর। কিন্তু ২৩ বলে তিনি করেন মাত্র ১৮। আর এক ওপেনার যশস্বী জয়সওয়ালের ধারাবাহিকতার অভাবও ভোগাচ্ছে দলকে। আইপিএলের প্রথম পর্বে স্যামসনের সঙ্গে রিয়ান পরাগ টানছিলেন দলকে। দু’জনেই পাঁচশোর উপর রান করেছেন এই মরশুমে। ফলে মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডার সেভাবে পরীক্ষিত হয়নি। কিন্তু ক্রমাগত পরাজয়ে সেই দুর্বলতা এখন প্রকট।
গত মরশুমে ধ্রুব জুরেল ফিনিশার হিসেবে নজর কেড়েছিলেন। এবার খুব বেশি সুযোগ মেলেনি। তবে যেটুকু পেয়েছেন তার সদ্ব্যবহারও করতে পারেননি তিনি। শেষ তিন ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ২৯। দুই ক্যারিবিয়ান রোভম্যান পাওয়েল ও শিমরন হেটমায়ারও আস্থার মর্যাদা রাখতে ব্যর্থ। শেষ তিন ইনিংসে পাওয়েলের মোট সংগ্রহ ৪৪ রান। আরসিবি’কে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট পেতে হলে স্যামসন ও রিয়ানের উপর অতিরিক্ত নির্ভরতা কাটিয়ে ওঠা জরুরি। বুধবার সেটাই রাজস্থানের পরীক্ষা। 
এদিকে, রবিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচের বৈধ টিকিটধারীদের টাকা ফেরত দেবে রাজস্থান রয়্যালস। সোশ্যাল মিডিয়ায় ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তার জন্য ম্যাচের টিকিট সযত্নে রেখে দিতে আবেদন করেছে রয়্যালস কর্তৃপক্ষ। উল্লেখ্য, এটা ছিল রাজস্থানের হোম ম্যাচ।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি। ছোট ও মাঝারি ব্যবসায় অগ্রগতি। অর্থাগম যোগটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা