খেলা

ইতিহাস গড়ে ইপিএল চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি

লন্ডন: ম্যাচের দ্বিতীয় মিনিটেই বক্সের বাইরে থেকে ফোডেনের বাঁ পায়ে নেওয়া শট আশ্রয় নেয় প্রতিপক্ষ জালে। ডাগ-আউটে উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না কোচ পেপ গুয়ার্দিওলা। খেতাব জয়ের আগাম সেলিব্রেশনটা তখনই সেরে ফেললেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ। পরের ৮৮ মিনিট এই লিড বজায় রেখেই প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চতুর্থবার লিগ জয়ের নজির গড়ল ম্যাঞ্চেস্টার সিটি। রবিবার ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে ৩৮ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে খেতাব নিশ্চিত করল সিটিজেনরা। জোড়া গোলে ম্যাচের নায়ক ফিল ফোডেন। এছাড়া স্কোরশিটে নাম তোলেন রড্রি। ওয়েস্ট হ্যামের একমাত্র গোলটি মহম্মদ কুডুসের। দিনের অপর ম্যাচে এভার্টনের বিরুদ্ধে ২-১ গোলে জিতল আর্সেনাল । ৩৮ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে আরও একবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল মিকেল আর্তেতা ব্রিগেডকে।
লিগ খেতাব ঘরে তুলতে হলে রবিবার জিততেই হতো ম্যান সিটিকে। ড্র অথবা হারলেও সুযোগ পেতো আর্সেনাল। এমন সমীকরণে খেলতে নেমে ঘরের মাঠে শুরুতেই লিগ নেয় পেপ ব্রিগেড। বক্সের বাঁ দিক থেকে বের্নার্ডো সিলভার পাস ধরে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের দুরন্ত শটে জাল কাঁপান ফোডেন (১-০)। এরপর ১৮ মিনিটে ডোকুর ডিফেন্স চেরা পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই তরুণ উইঙ্গার (২-০)। এতিহাদে এই পর্বে সিটির আক্রমণের সামনে দিশাহারা দেখায় ডেভিড মোয়েসের দলকে। তবে ৪২ মিনিটে গতির বিপরীতে দুরন্ত গোলে ওয়েস্ট হ্যামের হয়ে ব্যবধান কমান মহম্মদ কুডুস।  বক্সের মধ্যে থেকে সিজার-কিকে জাল কাঁপান তিনি (২-১)।
বিরতির ঠিক আগে ব্যবধান কমলেও ম্যাচের রাশ নিজেদের হাতেই রাখেন সিটিজেনরা। দ্বিতীয়ার্ধেও একইভাবে প্রতিপক্ষের বক্সে চাপ বজায় রাখেন ডি ব্রুইন-হালান্ডরা। বাঁদিক থেকে বারবার আক্রমণ শানাতে থাকেন সিলভা। ৫৯ মিনিটে আরও একবার তাঁর সাজিয়ে দেওয়া পাস থেকেই জাল কাঁপান রড্রি (৩-১)।
এদিকে, আশা জাগিয়েও আরও একবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল আর্সেনালকে। রবিবার খেতাব নিশ্চিত করতে হলে গানারদের জয়ের পাশাপাশি পয়েন্ট খোয়াতে হতো ম্যান সিটিকে। ঘরের মাঠে এভার্টনের কাছে শুরুতে গোল হজম করে আর্তেতা ব্রিগেড। ৪০ মিনিটে ফ্রি-কিক থেকে দুরন্ত গোলে জাল কাঁপান ইদ্রিসা গুয়ে (১-০)। সেই ধাক্কা সামলে অবশ্য তিন মিনিটের মধ্যেই লড়াইয়ে ফেরে গানাররা। ৪৩ মিনিটে দলকে সমতায় ফেরান তাকেহিরো তোমিয়াসু (১-১)। এরপর ম্যাচের শেষ লগ্নে জয়সূচক গোলটি কাই হাভার্টসের (২-১)।
অপর ম্যাচে উলভসকে ২-০ গোলে হারাল লিভারপুল। ম্যাচে স্কোরসিটে নাম তোলেন অ্যালিস্টার, কুয়ান্সা। উল্লেখ্য, দ্য রেডস কোচের পদে জয় দিয়ে অভিযান শেষ করলেন জুরগেন ক্লপ। এছাড়া শেষ ম্যাচে জয় পেল চেলসি। বোর্নমাউথকে ২-১ গোলে হারাল মরিসিও পোচেত্তিনো ব্রিগেড।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা