খেলা

ট্রাভিস হেডের সেঞ্চুরি, ২৫ রানে বেঙ্গালুরুকে হারাল সানরাইজার্স

বেঙ্গালুরু: রানোৎসব বলাই ভালো। দুই ইনিংসে উঠল ৫৪৯ রান। ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেনের ব্যাটে ভাঙল আইপিএলে সর্বাধিক রানের রেকর্ড। সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যাট করতে নেমে কমলা জার্সিধারীরা গড়ল নজির। ট্রাভিসের বিধ্বংসী শতরানের (৪১ বলে ১০২) সুবাদে তিন উইকেটে সানরাইজার্সের সংগ্রহ ২৮৭। কিছুদিন আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ তুলেছিল কামিন্স বাহিনীই। এদিন নিজেদের সেই কীর্তিই ছাপিয়ে গেল সানরাইজার্স। উল্লেখ্য, টি-২০ ক্রিকেটে সার্বিকভাবে এটা দ্বিতীয় সর্বাধিক স্কোর। তালিকায় শীর্ষে গত বছর হাংঝউতে মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপালের তিন উইকেটে ৩১৪।
বিশাল পুঁজি নিয়েও জিততে অবশ্য বেগ পেতে হল সানরাইজার্সকে। দারুণ লড়াই করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেনিং জুটিতে বিরাট কোহলি ও ফাফ ডু’প্লেসি যোগ করেন ৮০ রান। কোহলি ৪২ রানে ডাগ-আউটে ফেরেন। ডু’প্লেসির সংগ্রহ ৬২। তারপর ধস নামে আরসিবি’র ব্যাটিংয়ে। মনে হচ্ছিল সহজেই জিতবে সানরাইজার্স। কিন্তু বুড়ো হাড়ে ঝড় তুললেন দীনেশ কার্তিক। ৩৫ বলে তাঁর সংগ্রহ অনবদ্য ৮৩। দলকে জেতাতে না পারলেও তাঁর অভিনব শট সমর্থকদের মন জিততে সফল। আরসিবি’র লড়াই থামে ৭ উইকেটে ২৬২ রানে। সাতটি খেলে মাত্র একটিতে জয়। পয়েন্ট তালিকায় কোহলিরা এখন লাস্ট বয়।
টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়েই বড় রানের ভিত গড়েছিলেন অভিষেক শর্মা ও ট্রাভিস। আট ওভারে দু’জনে যোগ করেন ১০৮ রান। অভিষেক (২২ বলে ৩৪) ফেরার পর হেনরিখ ক্লাসের সঙ্গে জুটি বাঁধেন ট্রাভিস। দ্বিতীয় উইকেটে ২৬ বলে তাঁরা তোলেন ৫৭। ট্রাভিসের সেঞ্চুরি আসে ৩৯ বলে। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ৮টি ছয়। ২৪৮.৭৮ স্ট্রাইক রেটে আরসিবি বোলারদের শাসন করেন অজি ওপেনার। ক্লাসেন (৩১ বলে ৬৭), আইডেন মার্করাম (১৭ বলে অপরাজিত ৩২), আব্দুল সামাদরাও (১০ বলে অপরাজিত ৩৭) ঝড়ের গতিতে রান তোলেন। ক্লাসেনের পঞ্চাশ আসে ২৩ বলে। এদিন সানরাইজার্সের ব্যাটাররা মোট ২২টি ছয় মারেন। এটাও আইপিএলে রেকর্ড। 
আরসিবি এই ম্যাচে প্রথম এগারোর বাইরে রেখেছিল সিরাজ, ম্যাক্সওয়েল, গ্রিনকে। তবে লকি ফার্গুসনকে দলে এনেও লাভ হয়নি। আরসিবি বোলিংয়ের দৈন্যদশা প্রকট হয়ে ওঠে ট্রাভিস, ক্লাসেনদের দাপটে।
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা