বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

অশ্বিনের সাফল্যের রহস্য ফাঁস পূজারার

নয়াদিল্লি: কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ ধরমশালায় খেলতে নামছেন রবিচন্দ্রন অশ্বিন। তার আগে সতীর্থের প্রশংসায় কলম ধরলেন চেতেশ্বর পূজারা। এক নিবন্ধে তিনি ব্যাখ্যা করলেন ভারতের তারকা অফস্পিনারের সাফল্যের আসল রসায়ন। পূজারার মতে, ‘যে কোনও ব্যাটসম্যানকে চ্যালেঞ্জের মুখে ফেলায় রবিচন্দ্রন অশ্বিনের জুড়ি মেলা ভার। সাধারণ উচ্চতার স্পিনারদের চেয়ে তিনি লম্বা।  সেই কারণে বাইশ গজ থেকে বাড়তি সুবিধা পেয়ে থাকে অ্যাশ। বল মাটিতে পড়ার পর টার্ন করার পাশাপাশি লাফিয়ে ওঠে। এতে ব্যাটসম্যানরা ধন্দে পড়ে যায়। আর তাতেই একের পর এক শিকার জমা হয় অশ্বিনের ঝুলিতে।’
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেই পাঁচশো উইকেটের মালিক হয়েছেন অশ্বিন। পাশাপাশি ইনিংসে পাঁচ উইকেট দখলের নিরিখে ভারতীয়দের মধ্যে শীর্ষে থাকা অনিল কুম্বলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। উভয়েই ৩৫ বার করে এমন কৃতিত্ব দেখিয়েছেন। শেষ টেস্টে আরও এক মাইলফলকের সামনে অশ্বিন। দীর্ঘ টেস্ট কেরিয়ারে বল হাতে অ্যাশের এই সাফল্য খুব কাছ থেকে দেখেছেন পূজারা। জাতীয় দলে এক সঙ্গে খেলা ছাড়াও রনজি ট্রফিতে প্রতিপক্ষ হিসেবেও মুখোমুখি হয়েছেন একে অপরের। সেই অভিজ্ঞতা থেকেই তারকা অফস্পিনারের সাফল্য বিশ্লেষণ করেছেন পূজি। তাঁর কথায়, ‘অ্যাশ খুবই বুদ্ধিমান বোলার। সারাক্ষণ প্রতিপক্ষ ব্যাটসম্যানকে নজরে রাখে, যেমন ব্যাকলিফট, ব্যাট সুইং, স্টান্স ইত্যাদি। সেই মতো বোলিং এন্ডের বক্স কাজে লাগিয়ে বল করে। ফলে বিভ্রান্তিতে পড়ে যায় ব্যাটসম্যান। ফ্লাইটের উপরও অ্যাশের অনবদ্য নিয়ন্ত্রণ রয়েছে। পাশাপাশি ম্যাচের পরিস্থিতি ও ব্যাটসম্যানের রণকৌশল অনুযায়ী নিজের ভাবনার রদবদল ঘটাতে পারদর্শী সে। এর সঙ্গে ইয়র্কার লেংথে বল করতে পারার ফলে ডেথ ওভারে খুবই কার্যকর হয়ে ওঠে।’
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শুরুতে খুব একটা সুবিধা করতে পারেননি অশ্বিন। তবে ক্রমশ ফিরেছেন চেনা ছন্দে। আর সেটাই ধরমশালা টেস্টের আগে চিন্তায় রাখছে ইংল্যান্ড শিবিরকে। জো রুটের বক্তব্যেই তা পরিষ্কার। সতীর্থদের সতর্ক করে ইংরেজ তারকা বলেছেন, ‘অশ্বিন সব সময় ব্যাটারকে আউট করার উপায় খোঁজে। নানা কিছু চেষ্টা করতে থাকে। ওকে দীর্ঘ দিন ধরে দেখছি। প্রতিপক্ষের প্রত্যেক ব্যাটারকে নিয়ে ভাবে।’ সেই সঙ্গে রুটের সংযোজন, ‘অফস্পিনাররা সাধারণত যে ভাবে ক্রিজ ব্যবহার করে, অশ্বিন তা করে না। ওর হাতে অসংখ্য বৈচিত্র্য রয়েছে। কৌশল তৈরিতেও পটু। তাই অশ্বিনের বল খেলা নিয়ে চিন্তা থাকেই।’
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য সমস্যায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৬ টাকা৮৭.৬০ টাকা
পাউন্ড১০৭.৩১ টাকা১১১.০৭ টাকা
ইউরো৮৯.৩৪ টাকা৯২.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা