খেলা

ঈশান, শ্রেয়সের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে বিসিসিআই

নয়াদিল্লি: ফিট থাকা সত্ত্বেও রনজি ট্রফিতে খেলছেন না শ্রেয়স আয়ার ও ঈশান কিষান। তাই তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে বিসিসিআই। শোনা যাচ্ছে, দুই ক্রিকেটার বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন। এমনকী, আইপিএল খেলার উপরও নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা চলছিল। কিন্তু সেটা লঘু পাপে গুরুদণ্ড হয়ে যেত বলে মত বিসিসিআই কর্তাদের, যা সরাসরি প্রভাব ফেলত আইপিএলে। তাই আপাতত সবক শেখাতে কেন্দ্রীয় চুক্তি থেকে তাঁদের বাদ দেওয়ার চিন্তাভাবনা চলছে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ভারতীয় দলের বাইরে ঈশান কিষান। মূলত শৃঙ্খলাভঙ্গের অভিযোগেই তাঁকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে। কোচ রাহুল দ্রাবিড় তা অবশ্য স্বীকার করতে চাননি। বিসিসিআই কর্তারা আশা করেছিলেন, রনজি ট্রফিতে ভালো পারফরম্যান্স মেলে ধরে জাতীয় দলে ফেরার চেষ্টা করবেন ঈশান। কিন্তু সেই পথ মাড়াননি তিনি। ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদের অন্ধকারে রেখেই মুম্বইয়ে হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়াদের সঙ্গে আইপিএলের প্র্যাকটিস করছেন তিনি। সেই ছবি সামনে আসার পর আরও ক্ষেপে যান বোর্ড কর্তারা। তাই বিসিসিআইয়ের পক্ষ থেকে ফতোয়া জারি করা হয়েছিল ক্রিকেটারদের উদ্দেশে। বলা হয়েছিল, জাতীয় দলের বাইরে থাকা কোনও ক্রিকেটার যদি ফিট থাকে, তাহলে তাকে রনজি ট্রফিতে খেলতে হবে। ঈশান তাতে কান দেননি। সেই তালিকায় নবতম সংযোজন শ্রেয়স আয়ার। যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফর্ম না করায় বাদ পড়েন। আশা করা হচ্ছিল, মুম্বইয়ের হয়ে রনজি ট্রফি খেলবেন তিনি। সেটা না করে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়স, যা মোটেও ভালো ভাবে নিচ্ছে না বিসিসিআই। তাই বাকি ক্রিকেটারদের বার্তা দিতে ঈশান ও শ্রেয়সের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে বোর্ড।
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা